মেছুয়ার অগ্নিকাণ্ডে হোটেল মালিক, ম্যানেজারকে গ্রেফতার করল পুলিশ

Must read

বড়বাজারের হোটেলে অগ্নিকাণ্ডের (mechua fire) ঘটনার দেড় দিনের মাথায় হোটেল মালিক আকাশ চাওলা ও ম্যানেজার গৌরব কাপুরকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় আগুন লাগার ঘটনার পর থেকেই হোটেল মালিক পলাতক ছিলেন। বৃহস্পতিবার ভোরে পুলিশের জালে ধরা পড়লেন আকাশ। অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেলের বেআইনি নির্মাণ এবং অনুমতি ছাড়া নাইট ক্লাব বানানোর অভিযোগ উঠেছে। এছাড়াও সেখানে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত ছিল বলেও জানা গেছে। ধৃত মালিক এবং ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন- হাসপাতালে চিকিৎসাধীন সাংসদ! দেখতে গেলেন শিক্ষামন্ত্রী

অক্ষয় তৃতীয়ার আগের দিন সন্ধ্যায় আচমকাই মদন মোহন মেছুয়াবাজার (mechua fire) ফলপট্টির একটি হোটেলে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন।জানা যায়, হোটেলে কমপক্ষে ৪২ টি ঘর ছিল। অধিকাংশতেই জানলা না থাকায় বিপত্তি বাড়ে। দমবন্ধ হয়ে মৃত্যু হয় বেশিরভাগের। হাইড্রোলিক ল্যাডার দিয়ে ২৫ জনকে উদ্ধার করা হয়। হোটেলে আগুন লাগার কারণ খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী নির্দেশ অনুযায়ী পুর কমিশনারের নেতৃত্বে তৈরি হয়েছে কমিটি। তদন্তে সিট গঠন করেছে কলকাতা পুলিশ। এসবের মাঝেই বৃহস্পতিবার ভোরে মালিক ও ম্যানেজারকে গ্রেফতার করা হলো।

Latest article