আন্তর্জাতিক শ্রমিক দিবস (International workers day) উপলক্ষে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শুভেচ্ছা বার্তা পোস্ট করে শ্রমিকদের নিয়ে গর্বের কথা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আমার শ্রমিক ভাইবোনদের জানাই আন্তরিক আমার শুভেচ্ছা। আমরা আমাদের শ্রমিকদের নিয়ে গর্বিত।’
আরও পড়ুন: মেছুয়ার অগ্নিকাণ্ডে হোটেল মালিক, ম্যানেজারকে গ্রেফতার করল পুলিশ
প্রতিবছর মে মাসের ১ তারিখে বিশ্বব্যাপী শ্রমিক দিবস (International workers day) পালিত হয়। পৃথিবীর বিভিন্ন দেশে শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠন রাজপথে সংঘটিতভাবে মিছিল ও শোভাযাত্রার মাধ্যমে এই দিনটি পালন করে। ভারত, বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৮০ টি দেশে আজকের দিনটিকে ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয়েছে।