নিষ্ক্রিয় নীতীশের পুলিশ, ট্যাঙ্কার উল্টে যেতেই তেল লুট

পূর্ব চম্পারণ জেলার ছাপওয়া-সুগৌলি জাতীয় মহাসড়কের টোল প্লাজার কাছে উল্টে গেল সয়াবিন তেলের (Soyabean oil) ট্যাঙ্কার।

Must read

পূর্ব চম্পারণ জেলার ছাপওয়া-সুগৌলি জাতীয় মহাসড়কের টোল প্লাজার কাছে উল্টে গেল সয়াবিন তেলের (Soyabean oil) ট্যাঙ্কার। কিন্তু তার পরেই বিপত্তি। পুলিশের উপস্থিতিতেই স্থানীয় বাসিন্দারা রীতিমত তেল লুট শুরু করে দিল। আশ্চর্যের বিষয় পুলিশ তেল লুটপাটও বন্ধ করেনি। যদিও ট্যাঙ্কারটি উল্টে যাওয়ার পর চালক এবং সহ-চালক নিরাপদে আছেন। ছাপওয়া থেকে রক্সৌলগামী ট্যাঙ্কারটি ছাপড়া থেকে রক্সৌল যাওয়ার পথে একটি গাড়িকে পাশ কাটাতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ করেই রাস্তার পাশের খাদে উল্টে যায়। ট্যাঙ্কারটি উল্টে যাওয়ায় ট্যাঙ্কারে থাকা সয়াবিন তেল ফুটো হয়ে বেরিয়ে আসতে শুরু করে।

আরও পড়ুন-জীবন নিয়ে খেলা নয়, বিপজ্জনক বাড়ির বাসিন্দা সরিয়ে মেরামতির নির্দেশ মুখ্যমন্ত্রীর

খবর ছড়িয়ে পড়তেই শুরু হয় তুমুল বিশৃঙ্খলা। ভিড় জমতে শুরু করে ট্যাঙ্কারটির পাশে। স্থানীয়রা বালতি, ক্যান, বোতল নিয়ে ট্যাঙ্কার থেকে শুরু করে দেয় তেল লুট। এরপরেই শুরু হয় মারপিট। সুগৌলি থানার পুলিশের উপস্থিতিতে হয়ে যায় লুটপাঠ থেকে রক্তারক্তি কিন্তু পুলিশ ছিল নিতান্তই নীরব দর্শক। তেল লুটপাট বন্ধ করতে কোন সদর্থক ভূমিকা পালন করেনি পুলিশ।

এই ঘটনার পর ট্যাঙ্কার চালক জানান, তিনি কলকাতা বন্দর থেকে নেপালে এই তেল নিয়ে যাচ্ছিলেন, হঠাৎ সুগৌলি টোল প্লাজার কাছে সামনে একটি ট্র্যাক্টর সামনে এসে পড়ে। দুর্ঘটনা এড়াতে ব্রেক কষলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

Latest article