সংবাদদাতা, কোচবিহার : আইএসসির পরীক্ষায় রাজ্যে সম্ভাব্য দ্বিতীয় স্থানে জায়গা করে নিল কোচবিহারের রাজবংশী মেয়ে অনুষ্কা। অনুস্কার বাড়ি ১৪ নম্বর ওয়ার্ডে৷ অনুষ্কা, কোচবিহারের সেন্ট মেরিজ হাই স্কুলের ছাত্রী। ৯৯.৭৫ শতাংশ নাম্বার পেয়ে রাজ্য স্তরে সে সম্ভাব্য দ্বিতীয় স্থান অধিকার করেন। এদিন এই কৃতী ছাত্রীকে ফুলের স্তবক ও মিষ্টিমুখ করে শুভেচ্ছা জানায় কোচবিহারের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
আরও পড়ুন-ডায়মন্ড হারবারে ট্রফি পরিক্রমা
কোচবিহারের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, অনুস্কা আমাদের গর্বের। কৃতী সন্তান আমাদের জেলার মুখ উজ্জ্বল করেছে৷ অভিজিৎ দে ভৌমিকের সঙ্গে এই বাড়িতে গিয়েছিলেন কোচবিহার ১ ব্লক সভাপতি আব্দুল কাদের হক ও পরেশ বর্মন৷ এদিকে ৯৯ শতাংশ নম্বর পেয়ে রাজ্যে সম্ভাব্য পঞ্চম স্থান পেয়েছেন আত্রেয়ী দত্ত৷ আত্রেয়ীর বাড়ি কোচবিহার শহরের ১৩ নম্বর ওয়ার্ডে। আত্রেয়ীর বাড়িতেও যান তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক ও জেলা নেতৃত্বরা৷ আইএসসিতে রাজ্যে দ্বিতীয় স্থান অধিকারী অনুষ্কা রায় জানান, পরীক্ষা ভাল হয়েছে তবে এতটা ভাল রেজাল্ট হবে তা আশা করিনি। খুবই ভাল লাগছে। আগামীতে ইংরেজি অনার্স নিয়ে পড়ে ইউপিএসসি পরীক্ষা দেব। ভবিষ্যতে প্রশাসক হতে চাই। এদিন এই বাড়িতে যান কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ ও প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়-সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন শুভেচ্ছা জানানোর পর রবীন্দ্রনাথ ঘোষ জানান আইএসসিতে কোচবিহারের মেয়ে অনুষ্কা রায় রাজ্যে দ্বিতীয় স্থান করায় আমরা খুশি।