কেন্দ্রের শ্রম-বিরোধী আইনের বিরুদ্ধে কলকাতা-হাওড়ায় সমাবেশ, মিছিল

বিজেপির শ্রমিক স্বার্থ বিরোধী আইন মানবেন না শ্রমিকেরা। তাঁরা গর্জে উঠবেন মোদি সরকারের শ্রমিক বিরোধী নীতির বিরুদ্ধে।

Must read

প্রতিবেদন : বিজেপির শ্রমিক স্বার্থ বিরোধী আইন মানবেন না শ্রমিকেরা। তাঁরা গর্জে উঠবেন মোদি সরকারের শ্রমিক বিরোধী নীতির বিরুদ্ধে। এভাবেই আন্তর্জাতিক শ্রমিক দিবসে বৃহস্পতিবার মৌলালির রামলীলা ময়দানের শ্রমিক সমাবেশ থেকে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মন্ত্রী মলয় ঘটক। একইভাবে শ্রমিক দিবসের তাৎপর্যই হচ্ছে আটঘণ্টা কাজের অধিকার। আর কেন্দ্রের বিজেপি সরকার শ্রমিকদের আট ঘণ্টা কাজের অধিকারেই চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে বলে কেন্দ্রকে একহাত নিলেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি, সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-দলে বাপান্ত করছেন যাঁরা, তাঁদের এক ডজন বাণ হানলেন দিলীপ

এদিন রামলীলা ময়দানে শ্রমিকদের উপস্থিতি ছিল চোখ পড়ার মতো। মন্ত্রী এবং আইএনটিটিইউসির রাজ্য সভাপতির বক্তৃতায় দু’হাত তুলে সমর্থন করেন। এদিন তাঁরাও বুঝিয়ে দেন আন্দোলন করে ফিরিয়ে আনবেন তাঁদের ন্যায্য অধিকার। একইভাবে মে দিবস উদযাপনের অধিকার শুধুমাত্র তৃণমূল কংগ্রেস বা আইএনটিটিইউসির আছে এই স্লোগান তুলে হাওড়ায় হয় বিরাট মিছিল। কয়েক হাজার শ্রমিক এই মিছিলে যোগ দিয়েছিলেন। মিছিলের নেতৃত্ব দেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, বিধায়ক ডাঃ রাণা চট্টোপাধ্যায়, গৌতম চৌধুরি, হাওড়া সদর আইএনটিটিইউসির সভাপতি অরবিন্দ দাস। উল্লেখ্য, ১ মে-র সকাল থেকেই শ্রমিকদের অধিকার কেন্দ্রের কাছ থেকে ছিনিয়ে আনতে একের পর এক কর্মসূচি নেয় আইএনটিটিইউসি। সকাল ১০টায় রক্তদান শিবিরের মাধ্যমে শ্রমিকদের ন্যায্য দেওয়ার অঙ্গীকার নেয় সংগঠন। এরপর মৌলালির রামলীলা ময়দানে দুপুর দুটোয় হয় সমাবেশ এবং বিকেল চারটেয় হাওড়ায় শ্রমিকদের সুবিশাল মিছিল। কেন্দ্রের শ্রমবিরোধী নীতির বিরুদ্ধে যে জবাব শ্রমিকরা দেবেন তা এদিন বুঝিয়ে দিলেন তাঁরা।

Latest article