ডায়ালগ ছাড়ুন, আগে ফেরান পূর্ণমকে

Must read

প্রতিবেদন : পাকিস্তান রেঞ্জার্সদের হাতে আটক বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউকে মুক্ত করে ফিরিয়ে আনার ব্যাপারে কেন্দ্রের উদাসীনতায় তীব্র ক্ষোভপ্রকাশ করল তৃণমূল। দলের অভিযোগ, শুধু হুঙ্কারই দিচ্ছেন বিজেপি নেতারা। যুদ্ধজাহাজের মহড়া দেখিয়ে বাজার গরম করা হচ্ছে। তৃণমূলের প্রশ্ন, এই বিপন্ন ছেলেটিকে ফেরত আনার কাজে জোর দেওয়া হচ্ছে না কেন? তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে এই নিয়ে তীব্র ভাষায় আক্রমণ করেছেন মোদি সরকার এবং বিজেপিকে। তাঁর সাফ কথা, বড়বড় ডায়ালগ ছাড়ুন, আগে পাকসেনার হাতে আটক থাকা বাংলার ছেলে ওই জওয়ানটিকে ফিরিয়ে আনুন। এদিকে, স্বামীর কোনও খোঁজ না পেয়ে হতাশ হয়ে ফিরে এলেন পূর্ণমের স্ত্রী। অভিযোগের আঙুল তুললেন মোদি সরকারের দিকেই। দীর্ঘ আট দিন পেরিয়ে গিয়েছে। কিন্তু এখনও পাক রেঞ্জার্সদের কাছেই আটক বিএসএফ জওয়ান রিষড়ার বাসিন্দা পূর্ণমকুমার সাউ। স্বামীর কোনও খোঁজই নেই। একরাশ হতাশা নিয়ে এজন্য মোদি সরকারকেই দায়ী করলেন পূর্ণমের অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী সাউ। পাঠানকোট থেকে বৃহস্পতিবার রিষড়ায় ফিরে তিনি জানিয়েছেন, বিএসএফ আধিকারিকদের সঙ্গে দেখা করে কোনও সুরাহাই হয়নি। বিএসএফ আধিকারিকরা শুধু আশ্বাসই দিয়েছেন— ভয়ের কোনও কারণ নেই। পূর্ণমের বাবা এই ঘটনার জন্য সরাসরি দায়ী করেছেন কেন্দ্রকেই। তাঁর বক্তব্য, ছেলেকে ফেরানোর দায় কেন্দ্রের। এত সহজে উৎকণ্ঠা কাটছে না। তিনি জানালেন, বিএসএফের ডিজি এবং আইজি সঙ্গে পূর্ণমের স্ত্রী ফোনে কথা বলেছেন। দু-দেশের কয়েকবার ফ্ল্যাগ মিটিং হয়েছে। বিএসএফ অফিসাররা পূর্ণমের স্ত্রীকে ফিরোজপুর সীমান্তে নিয়ে যান, যেখান থেকে পূর্ণমকে আটক করে পাকিস্তানের রেঞ্জার্সরা। যদি এক সপ্তাহের মধ্যে কোনও হদিশ না পাওয়া যায় তা হলে দিল্লি নিয়ে গিয়ে পূর্ণমের স্ত্রীকে আইজির সঙ্গে কথা বলাবেন বলে জানিয়েছেন বিএসএফের আধিকারিরা। কিন্তু কোনও আশ্বাসেই আস্থা রাখতে পারছেন না পূর্ণমের পরিবার।

আরও পড়ুন- বৃষ্টির জেরে বিপর্যস্ত দিল্লিতে মৃত ৪, প্রভাব পড়েছে বিমান চলাচলেও

Latest article