প্রতিবেদন : বিজেপি-শাসিত ওড়িশায় বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানাল তৃণমূল কংগ্রেস। সেই সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হস্তক্ষেপ চেয়ে তাঁকে কড়া ভাষায় চিঠি দিলেন মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান। চিঠিতে ওড়িশায় বসবাসকারী পরিযায়ী শ্রমিকদের ওপর হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন তৃণমূল সাংসদ। সেই সঙ্গে শাহের মন্ত্রকের কাছে চার দফা দাবি জানিয়েছেন তিনি। সাংসদের দাবি—
১) ওড়িশা প্রশাসনকে নির্দেশ দেওয়া হোক যাতে তারা দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়।
২) পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা সুনিশ্চিত করুক রাজ্য সরকার।
৩) পরিস্থিতি পর্যালোচনার জন্য ঘটনাস্থলে একটি কেন্দ্রীয় তদন্তকারী দল পাঠানো হোক।
৪) ফিরেআসা শ্রমিকদের জন্য ত্রাণ ও পুনর্বাসনের ব্যবস্থাও হোক।
সেই সঙ্গে তাঁর আরও অভিযোগ, পুরো ঘটনাটি মানবাধিকার লঙ্ঘন এবং ভারতের সংবিধান অনুযায়ী কর্মসংস্থান ও বসবাসের অধিকারের উপর সরাসরি আঘাত করছে।
আরও পড়ুন- ডায়ালগ ছাড়ুন, আগে ফেরান পূর্ণমকে