প্রতিবেদন : ২ মে মমতা বন্দ্যোপাধ্যায়ের মা-মাটি-মানুষের সরকারের (TMC Government) বর্ষপূর্তির চার বছর হল। ২০২১-এ তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। টানা তিনবারের মুখ্যমন্ত্রী তিনি। গর্বের ইতিহাস তুলে ধরেছে দল। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখা হয়েছে, ইতিহাস সৃষ্টির চার বছর। বাংলার সকল স্তরের মানুষের উন্নয়নের স্বার্থে সার্বিক কল্যাণের হিতার্থে কর্মযজ্ঞ আজও চলছে। সাফল্যের পথে প্রত্যেকটা দিনই এক ধাপ করে এগিয়ে চলেছি আমরা। ভরসা রাখার জন্য বাংলার মানুষকে অসংখ্য ধন্যবাদ। উল্লেখ্য, ২০১১ সালে ৩৪ বছরের বাম রাজত্বকে হারিয়ে জনগণের রায়ে বাংলায় ক্ষমতায় এসেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মা-মাটি-মানুষের সরকার (TMC Government)। সেই ধারা আজও বজায় রয়েছে। বাংলার সকল স্তরের মানুষের জন্য চলছে উন্নয়নের কর্মযজ্ঞ।
আরও পড়ুন-বৃষ্টির জেরে বিপর্যস্ত দিল্লিতে মৃত ৪, প্রভাব পড়েছে বিমান চলাচলেও