প্রতিবেদন: ভারতের প্রত্যাঘাতের আশঙ্কায় বেসামাল পাকিস্তান। পহেলগাঁও জঙ্গি হামলার পর যে কোনও সময়ে ভারতীয় সেনা প্রত্যাঘাত করতে পারে বলে শঙ্কিত পাকিস্তান৷ শীর্ষ জঙ্গিনেতা হাফিজ সইদ ইস্যুতে তাদের মিথ্যাচার ইতিমধ্যেই ফাঁস হয়ে গিয়েছে। তার পরিণতি মারাত্মক হতে পারে অনুমান করে এবার ২৬/১১ মুম্বই হামলার মূলচক্রী, জঙ্গিনেতা হাফিজ সইদের গোপন ডেরা পরিবর্তন করল পাকিস্তান৷
আরও পড়ুন-জঙ্গিরা অস্ত্র লুকিয়ে রেখেছিল বেতাব ভ্যালিতে, তদন্ত রিপোর্ট
সূত্রের দাবি, পাকিস্তানের কোনও একটি শহরের সেনা ক্যান্টনমেন্টের মধ্যে একটি নিরাপত্তার ঘেরাটোপে গোপন জায়গায় সরানো হয়েছে হাফিজ সইদকে৷ তাকে সবসময়ে ঘিরে থাকছে পাকসেনার সশস্ত্র দল৷ যেখানে সইদকে রাখা হয়েছে বলে দাবি করা হয়েছে, তার আশপাশের এলাকায় সাধারণ নাগরিকদের যানচলাচল পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে৷ একইসঙ্গে এই এলাকার আকাশে থাকছে সর্বক্ষণের ড্রোন নজরদারির ব্যবস্থা৷
পাক প্রশাসনের আশঙ্কা, পহেলগাঁও জঙ্গি হামলার ঘটনার প্রত্যাঘাতে হাফিজ সইদের উপরে আঘাত হানতে পারে ভারত৷ চালানো হতে পারে অতর্কিত হামলা৷ এই আশঙ্কার বশবর্তী হয়েই রাতারাতি আরও নিরাপদ স্থানে সরিয়ে ফেলা হয়েছে জঙ্গি হাফিজকে৷ পহেলগাঁও কাণ্ডের পিছনে এই জঙ্গিনেতার মস্তিষ্ক আছে বলে দাবি জানানো হয়েছে ভারতীয় গোয়েন্দা বাহিনী সূত্রে৷
ঘটনা হল, ৭৭ বছর বয়সি হাফিজ সইদ খুবই অসুস্থ বলে রটিয়েছিল পাক সংবাদমাধ্যম৷ অত্যধিক রক্তচাপ ও সুগারের কারণে তার হাঁটাচলাও নাকি অনেকটাই নিয়ন্ত্রিত৷ এহেন জঙ্গি নেতার নিরাপত্তা সুনিশ্চিত করতে যেভাবে উদ্যোগী হয়েছে পাক সেনা ও সেদেশের সরকার, তা বুঝিয়ে দিচ্ছে সন্ত্রাস আর পাকিস্তান রয়েছে একই বন্ধনীতে। হাফিজ সইদ তাই পাকিস্তানের ‘সম্পদ’।