নয়া স্ট্রাইক ভারতের! পাকিস্তান থেকে সমস্ত আমদানির ওপর নিষেধাজ্ঞা

Must read

জঙ্গিবাদের মদতদাতা পাকিস্তানকে এবার কোন ঠাসা করতে মরিয়া ভারত। পাকিস্তান থেকে সমস্ত ধরনের রফতানি আগেই বন্ধ করে দিয়েছিল দিল্লি। তালা ভারত-পাকিস্তানের মধ্যে স্থলবন্দর ওয়াঘার দরজায়। বাতিল হয়েছে সিন্ধু জলবণ্ঠন চুক্তি। এবার পাকিস্তান থেকে সমস্ত ধরনের আমদানি বন্ধ করে দিল কেন্দ্রীয় বাণিজ্যিক মন্ত্রক।

স্থলপথ ও জলপথে পাকিস্তান থেকে কোনও ধরনের পণ্যা ভারতে আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করল ভারত। যার ফলে ভারতের বৈদেশিক বাণিজ্য নীতিতেও প্রভাব পড়তে চলেছে বলে দাবি অর্থনীতিকদের। আমেরিকা-চিনের শুল্ক যুদ্ধের মধ্যে ভারতের এই সিদ্ধান্তে যে পাকিস্তানের অর্থনীতি প্রভাব পড়তে চলেছে তা বলা বাহুল্য। তবে ভারতের দিক থেকে পণ্য রফতানি নিয়ে এখনও কোনও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন: গোয়ায় পদপিষ্টের ঘটনায় ডবল ইঞ্জিন সরকারকে তোপ অভিষেকের

ভারত-পাকিস্তান পণ্য পরিবহনের একমাত্র সীমান্ত ওয়াঘা-আট্টারি সীমান্ত ইতিমধ্যেই বন্ধ করে দিয়েছে ভারত সরকার। পাকিস্তানি নাগরিকদের সে দেশে ফিরে যাওয়ার সময়সীমাও পেরিয়েছে। এবার নিরাপত্তার স্বার্থে বন্ধ করা হল পাকিস্তানি সামগ্রী ও পাকিস্তানের পথে ভারতে প্রবেশ করা যে কোনও সামগ্রীর পরিবহন। শনিবার কেন্দ্রের শিল্প ও বাণিজ্য দফতরের বিজ্ঞপ্তিতে আমদানি বন্ধ নিয়ে এই কারণই দেখানো হয়েছে। যদিও কূটনীতিকদের দাবি পাকিস্তানকে অর্থনৈতিকভাবে ক্ষতির মুখে ঠেলে দিতে এই পদক্ষেপ মোদি সরকারের। বর্তমানে পাকিস্তান থেকে ৬.৪২ মিলিয়ন ডলারের বিভিন্ন সামগ্রী আমদানি করে ভারত।

স্থলসীমানার পাশাপাশি, জলসীমানা দিয়েও কোনও রকম পণ্য আমদানিতে জারি হল নিষেধাজ্ঞা। এর আগে মুম্বই হামলা থেকে পশ্চিমের রাজ্যগুলিতে বিভিন্ন হামলার ক্ষেত্রে দেখা গিয়েছে জলপথেই ভারতের সীমানায় ঢুকে পড়ে জঙ্গিরা। যাতে কোনও পণ্য আমদানির পথ ধরে যাতে এভাবে পাক জঙ্গিদের ভারতে প্রবেশের সম্ভাবনা আটকানো যায়, তার জন্য জলপথে পণ্য আমাদনিতেও জারি হল নিষেধাজ্ঞা। এই ব্যবস্থাকে সম্পূর্ণ নিশ্চিত করতে ভারতের জলপথে পাকিস্তানের পতাকাবাহী কোনও জাহাজের প্রবেশে জারি হল নিষেধাজ্ঞা।

Latest article