ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল নেপাল এবং আফগানিস্তান। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-এর তথ্য অনুযায়ী, নেপালে ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে ১০ কিলোমিটার নীচে। শনিবার রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.২।
আরও পড়ুন:নাবালিকাকে ধর্ষণ, জলপাইগুড়িতে দোষীর ২০ বছরের সাজা
ভারতীয় ও ইউরেশিয়ান প্লেটের সংযোগস্থলের উপরে রয়েছে নেপাল। দুই প্লেটের সংঘর্ষের জেরেই বিপুল শক্তি উৎপন্ন হয়। তার ফলেই ভূমিকম্প (Earthquake)। এদিন আফগানিস্তানেও দুপুরে এবং সন্ধেয় ভূমিকম্প হয়েছে। ২ বারই রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪-এর আশেপাশে। নেপালে ভূমিকম্পর পরে একাধিক আফটারশকের আশঙ্কাও করা হচ্ছে।