গোপনে বিয়ে পাক মহিলাকে! ভিসার মেয়াদ পেরানোর পরেও আশ্রয়, বরখাস্ত CRPF জওয়ান

Must read

অনুমতি ছাড়াই পাকিস্তানি মহিলাকে বিয়ে। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে তাঁকে ভারতে আশ্রয় দেওয়ার অপরাধে সিআরপিএফ (CRPF) জওয়ান মুনির আহমেদের বিরুদ্ধে। পেলেন কড়া শাস্তি।

পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর দেশে পাকিস্তানিদের ভিসা বাতিল হয়েছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে বিনা অনুমতিতে পাকিস্তানি মহিলাকে বিয়ে এবং ভিসার মেয়াদ পেরিয়ে যাওয়ার পরেও দেশে আশ্রয় দেওয়ার অপরাধে সিআরপিএফ-এর (CRPF) ৪১ ব্যাটালিয়নের কনস্টেবল মুনির আহমেদকে বরখাস্ত করা হল।

আরও পড়ুন: ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল, আফগানিস্তান!

বিবৃতিতে জানান হয়েছে, ‘একজন পাকিস্তানি নাগরিকের সঙ্গে কনস্টেবল মুনির আহমেদ গোপনে বিয়ে করেছিলেন এবং ভিসার মেয়াদ অতিক্রমের পরও জেনেশুনে তাঁকে আশ্রয় দিয়েছিলেন। তাঁর কর্মকাণ্ড চাকরির নিয়ম লঙ্ঘন এবং জাতীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর বলে প্রমাণিত হয়েছে। তাই ওই কনস্টেবলকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।’

সিআরপিএফ সূত্র জানিয়েছে যে, জম্মুর বাসিন্দা মুনির। ২০১৭ সালে বাহিনীতে যোগদান করেন। তখন চিঠিতে তাঁর বিভাগকে জানিয়েছিলেন যে, তিনি পাকিস্তানের এক মহিলাকে বিয়ে করতে চান। কিন্তু অনুমোদনের অপেক্ষা না করেই ২০২৪ সালে ২৪ মে ভিডিও কলের মাধ্যমে তিনি বিয়ে করে নেন পাকিস্তানি মহিলা মিনাল খানকে। এরপর মিনাল ট্যুরিস্ট ভিসায় ভারতে এসে মুনিরের সঙ্গে থাকতে শুরু করেন। তাঁর ভিসার মেয়াদ গত ২২ মার্চ শেষ হয়ে গেলেও মিনাল ভারতেই থেকে যান। গোটা বিষয়টি জানাজানি হলে সিআরপিএফ কড়া অবস্থান নেয়।

Latest article