নয়াদিল্লি, ১১ ডিসেম্বর : যেভাবে বিরাট কোহলিকে ওয়ান ডে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হল, তাতে রীতিমতো ক্ষুব্ধ তাঁর ছোটবেলার কোচ রাজকুমার শর্মা। গোটা প্রক্রিয়াকে দুঃখজনক ঘটনা বলে দাবি করে তিনি বলেন, ‘‘নির্বাচকরা বিরাটের অপসারণের কোনও কারণ স্পষ্টভাবে দেখাতে পারেননি। তাই নির্বাচক কমিটি বা বোর্ড কেন এই সিদ্ধান্ত নিল, তা আমরা জানি না। গোটা বিষয়ের মধ্যে কোনও স্বচ্ছতা বা ব্যাখ্যা নেই।’’
আরও পড়ুন-পুরভোটের প্রচারে এবার তৃণমূল কংগ্রেস প্রার্থীদের সঙ্গে একঝাঁক টেলিতারকা
প্রসঙ্গত, রাজকুমারের কাছেই ক্রিকেটের প্রাথমিক পাঠ নিয়েছেন বিরাট। এখনও ছেলেবেলার কোচের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেন বিরাট। বিভিন্ন ক্রিকেটীয় টিপসও নেন। ক্ষুব্ধ রাজকুমার বলছেন, ‘‘অত্যন্ত দুঃখজনক ঘটনা। বিরাট ওয়ান ডে অধিনায়ক হিসেবে যথেষ্ট সফল।’’ একই সঙ্গে বিরাটের কোচ কোনও রাখঢাক না করেই জানাচ্ছেন, বিরাটের অপসারণ নিয়ে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিবৃতি তাঁকে অবাক করেছে। এই প্রসঙ্গে রাজকুমারের বক্তব্য, ‘‘আমি বোর্ড প্রেসিডেন্টের বিবৃতিতে বিস্মিত। উনি বলেছেন, বোর্ড বিরাটকে টি-২০ নেতৃত্ব না ছাড়ার জন্য অনুরোধ করেছিল। কিন্তু আমি তেমন কোনও ঘটনা মনে করতে পারছি না। বরং এই ব্যাখ্যায় আমি প্রচণ্ড অবাক। আমার কাছে বরং অন্য খবর ছিল।’’
আরও পড়ুন-বিরাট টেস্ট নেতৃত্বও ছাড়তে পারে
তিনি এর সঙ্গে আরও যোগ করেছেন, ‘‘আমি এখনও ওর সঙ্গে কথা বলে উঠতে পারিনি। ওর ফোন সুইচড অফ। আমার ধারণা, বিরাট নিজে থেকেই টি-২০ নেতৃত্ব ছেড়েছিল। তার পরেই নির্বাচকরা ওর সামনে দুটো বিকল্প রেখেছিলেন। এক— সাদা বলের দুটো ফরম্যাটেই নেতৃত্ব ছাড়ো। দুই—কোনও ফরম্যাটেই নেতৃত্ব ছেড়ো না।’’
এদিকে, বিরাট-বিতর্কে বার্তা ভেসে এসেছে ওয়াঘার ওপার থেকেও। প্রাক্তন পাক স্পিনার দানিশ কানেরিয়া মনে করছেন, ওয়ান ডে নেতৃত্ব কেডে় নিয়ে বিসিসিআই কার্যত বিরাটকে অসম্মান করল। এই প্রসঙ্গে কানেরিয়া বলেন, ‘‘আমার তো মনে হচ্ছে, বিরাটকে প্রাপ্য সম্মান দেওয়া হল না। ওর নেতৃত্বে ভারত ৬৫টি ওয়ান ডে ম্যাচ জিতেছে। যা ভারতীয় অধিনায়কদের মধ্যে সাফল্যের নিরিখে চতুর্থ। তাই বিরাটের আরও সম্মান পাওয়া উচিত ছিল।’’
আরও পড়ুন-ভােট হবে শান্তিতে বললেন নগরপাল
কানেরিয়া আরও বলেন, ‘‘হতে পারে বিরাট অধিনায়ক হিসেবে কোনও আইসিসি ট্রফি জিততে পারেনি। কিন্তু যেভাবে দলকে নেতৃত্ব দিয়েছে, তা এক কথায় অনবদ্য।’’