প্রতিবেদন : রাজ্য সরকারের অধীনে নিযুক্ত আইএএস, আইপিএস-সহ সর্বভারতীয় ক্যাডারের আধিকারিকদের নতুন ইউনিফায়েড পেনশন প্রকল্পের (Unified Pension Scheme) সুযোগ দেওয়া হবে। রাজ্যের কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর এ-ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ট্রেজারি বিভাগকে নির্দেশ দিয়েছে। যদিও নতুন প্রকল্পের আওতায় আসার বিষয়টি ঐচ্ছিক রাখা হয়েছে। তবে যারা এই সুযোগ নিতে চাইবেন তাঁদের নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করতে হবে। কেন্দ্রীয় সরকার তাদের কর্মী-আধিকারিকদের ২০০৪ সাল থেকে ন্যাশনাল পেনশন স্কিম বা এনপিএস-এর আওতায় এনেছিল। ওই বছরের জানুয়ারি থেকে কাজে যোগ দেওয়া সব কেন্দ্রীয় কর্মী ও আধিকারিকরা এর আওতায় ছিলেন। কিন্তু এনপিএস নিয়ে কেন্দ্রীয় কর্মী ও আধিকারিকদের মধ্যে থেকে আপত্তি ওঠে। এনপিএস-এর পেনশনে কোনও ডিএ ছিল না। এতে ডিএ-সহ পেনশন পাওয়া যাবে। যে কেন্দ্রীয় কর্মী ও আধিকারিকরা নতুন পেনশন ব্যবস্থায় যেতে আগ্রহী তাঁদের কাছ থেকে অপশন নেওয়া হবে। সম্প্রতি কেন্দ্র নতুন পেনশন ব্যবস্থার বিজ্ঞপ্তি জারি করেছে। রাজ্য প্রশাসনও সেই প্রক্রিয়া শুরু করতে চলেছে সর্বভারতীয় ক্যাডারের আধিকারিকদের জন্য।
আরও পড়ুন: জগন্নাথধামে জনজোয়ার, ৪ দিনে ১০ লক্ষ ভক্ত, ভক্তিরসে বিলীন বিদেশিরা