পূর্ণমের বদলা, এবার পালটা আটক পাকিস্তানের রেঞ্জার

Must read

প্রতিবেদন: টিট ফর ট্যাট। এবার ভারত-পাক সীমান্তে এক পাকিস্তানি রেঞ্জারকে আটক করল বিএসএফ। শনিবার সীমান্ত অতিক্রম করে ওই পাক রেঞ্জার ভারতের দিকে চলে এসেছিলেন বলে জানা গিয়েছে। সঙ্গে সঙ্গে তাঁকে আটক করে বিএসএফ। শুরু হয় লাগাতার জিজ্ঞাসাবাদ। লক্ষণীয়, পহেলগাঁও কাণ্ডের পরে গত ২৩ এপ্রিল পাঞ্জাবের ফিরোজপুর সীমান্তে কর্তব্যরত অবস্থায় ভুল করে সীমানা পার হয়েছিলেন বিএসএফের ২৪ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ান পূর্ণম কুমার সাউ। একটি গাছ তলায় বিশ্রাম নেওয়ার সময় তাঁকে আটক করে পাক রেঞ্জাররা। কূটনৈতিকস্তরে অনেক চেষ্টার পরেও পাকিস্তান এখনও ভারতে ফিরিয়ে দেয়নি তাঁকে। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তৃণমূলের লোকসভার প্রবীণ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, যেন ভুলে না যাই আমার নির্বাচনী কেন্দ্রের বাসিন্দা বিএসএফ জওয়ান এখনও পাকিস্তান সেনার হাতে বন্দি। খুবই দুঃখজনক পরিস্থিতি। এটা আমার এলাকার মানুষের আবেগকে গভীরভাবে নাড়া দিয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতে, সংসদের স্ট্যান্ডিং কমিটির কোনও সদস্যের এই সময় কাশ্মীরে যাওয়া উচিত নয়। মানুষের কাছে ভুল বার্তা যাবে।

আরও পড়ুন: ইউনিফায়েড পেনশন প্রকল্পে এবার রাজ্যের আইএএস ও আইপিএসরা

Latest article