দিনের কবিতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা।

Must read

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।

আরও পড়ুন-কটকে ক্রেন ভেঙে মৃত ইঞ্জিনিয়ার-সহ ৩

একটু থামুন

তালপাতার সেপাইয়ের টলমল পা
নিজেকে ভাবে খয়ের খাঁ।

চলনে বলনে উবাচ ঊর্বশী
কণ্ঠের ধ্বনিতে সুউচ্চ কর্কশী।

দেখে মনে হয় মন্থরা দুপুর
কার্যকলাপে কৈকেয়ী কূটপুর।

কথায় বার্তায় কপটে হিংসুটে
চলন্ত সমাজে ঝুলন্ত বকাটে।

জীবন সন্ধ্যায় সবটাই নিশি দুপুর
সারা বছরের বারো মাস ঘুমিয়ে মধুর।

কুম্ভকর্ণের নিদ্রা ভঙ্গ হলে
নজর কাড়তে কিছু কথা বলে চলে।

নামটা তার জ্ঞানদা ভঙ্গুর
একেবারে রাবণ নিশি দুপুর।

কাজে কর্মে অষ্টরম্ভা
জ্ঞানে গুণে করম্বা-হিড়িম্বা।

অর্থের পসারে অশ্বডিম্ব
কখনও কখনও থামেন,
স্বার্থের দহনে দারুণ বাণে
আলকাতরার মতো বকেন।

এ সমাজে কী প্রয়োজন তার?
প্রয়োজন নেই সমাজের,
যতো কম বকেন ততোই মঙ্গল
থামতে কতো নেবেন, জানাটা দরকার।।

Latest article