সংবাদদাতা, পিংলা : পশ্চিম মেদিনীপুরের পিংলা (Pingla) ব্লকের অন্তর্গত ৮ নং পিন্ডরুই গ্রাম পঞ্চায়েতের অধীন দক্ষিণ কুচাইপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনে বিরোধীরা কোনও নমিনেশন জমা না দেওয়ায় তৃণমূল কংগ্রেস ৯টি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল।
আরও পড়ুন-রবিবারেও ভক্তের ভিড়ে জমজমাট জগন্নাথধাম
রবিবার এলাকার তৃণমূলের তরফে বিজয় মিছিল করা হয় জয়ী প্রতিনিধিদের নিয়ে। উপস্থিত ছিলেন পিংলা পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ সুনন্দ ভৌমিক, পিংলা পঞ্চায়েত সমিতির সভাপতি নিমাই সিং, পিংলা ব্লক আইএনটিটিইউসি সভাপতি প্রশান্ত চক্রবর্তী-সহ অন্যরা।