সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করল রাজ্য

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন, আইনি পরামর্শ মেনে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় পুনর্বিবেচনার দাবি জানানো হবে।

Must read

প্রতিবেদন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন, আইনি পরামর্শ মেনে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় পুনর্বিবেচনার দাবি জানানো হবে। সেই প্রতিশ্রুতিমতোই এসএসসি নিয়োগ মামলায় প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য। শীর্ষ আদালতে দায়ের করা হয়েছে রিভিউ পিটিশন। রাজ্য সরকারের পাশাপাশি স্কুল সার্ভিস কমিশনের তরফেও সুপ্রিম কোর্টে একই আর্জি জানানো হয়েছে। এর আগে এসএসসি চাকরি বাতিল সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায়ে আংশিক পরিবর্তন চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য মধ্যশিক্ষা পর্ষদ।

আরও পড়ুন-কাল মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী, যাবেন ধুলিয়ানে সুতিতে প্রশাসনিক সভা

পর্ষদের তরফে দাবি জানানো হয়, প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের একযোগে চাকরি চলে যাওয়ার নির্দেশে মারাত্মক অসুবিধায় পড়তে পারে রাজ্যের স্কুলগুলি। স্কুলের পড়াশোনার পরিকাঠামো ভেঙে পড়েছে, সেকথাও জানায় পর্ষদ। মধ্যশিক্ষা পর্ষদের সেই দাবি মেনে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না নির্দেশ দেন, নতুন করে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কাজ চালিয়ে যেতে পারবেন যোগ্য শিক্ষক-শিক্ষিকারা। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত শিক্ষক-শিক্ষাকর্মীর জন্য মাসে-মাসে ভাতার ঘোষণা করেন। এই পরিস্থিতিতে রাজ্য সরকার ও এসএসসি-র তরফে শীর্ষ আদালতে রিভিউ পিটিশন দায়ের করা হয়েছে।

Latest article