ধর্মশালা, ৪ মে : চলতি আইপিএলের প্লে অফে ওঠার পথে আরও একটা ধাপ এগিয়ে গেল পাঞ্জাব কিংস। রবিবার শ্রেয়স আইয়াররা ৩৭ রানে হারিয়েছেন লখনউ সুপার জায়ান্টসকে। এই জয়ের সুবাদে ১১ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দু’নম্বরে উঠে এল পাঞ্জাব (Punjab Kings)। অন্যদিকে, হেরে প্রবল চাপে লখনউ। ১১ ম্যাচে ঋষভ পন্থদের পয়েন্ট ১০। বাকি তিনটে ম্যাচই এখন পন্থদের কাছে ডু অর ডাই।
পাঞ্জাবের (Punjab Kings) এই জয়ে ব্যাট হাতে বড় ভূমিকা পালন করলেন ওপেনার প্রভসিমরন সিং। মাত্র ৯ রানের জন্য সেঞ্চুরি মিস করলেও, দলের জয়ের ভিত গড়ে দিয়েছিলেন তিনিই। পাঞ্জাবের ইনিংসের শুরুটা ভাল হয়নি। প্রথম ওভারেই প্যাভিলিয়নে ফিরে যান প্রিয়াংশ আর্য (১)। ক্রিজে এসেই ঝড় তুলেছিলেন জস ইংলিশ। মায়াঙ্ক যাদবের এক ওভারে তিন-তিনটে ছক্কা হাঁকান তিনি। পিছিয়ে ছিলেন না প্রভসিমরন। মায়াঙ্কের পরের ওভারে জোড়া ছয় ও একটি চার মারেন তিনি। যদিও ইংলিশ খুব বেশি দূর এগোতে পারেননি। তিনি ১৪ বলে ৩০ রান করে আকাশ সিংয়ের দ্বিতীয় শিকার হন। লখনউয়ের এই বাঁ হাতি পেসার এদিন বেশ ভাল বল করেছেন। ৪ ওভারে ৩০ রান দিয়ে আকাশের শিকার ২ উইকেট।
আরও পড়ুন-ধুলিয়ানে অনুদান, সুতিতে পরিষেবা প্রদান
ইংলিশ আউট হওয়ার পর পাঞ্জাবের রানকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন প্রভসিমরন ও অধিনায়ক শ্রেয়স আইয়ার। ক্রিজে পা রাখার পর থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট করেছেন শ্রেয়স। তিনি রীতিমতো ছড়ি ঘোরাচ্ছিলেন লখনউয়ের বোলারদের উপর। কিন্তু ২৫ বলে ৪৫ করে তিনি দিব্যাংশ রাঠির শিকার হন। এরপর নেহাল ওয়াধেরাকে (৯ বলে ১৬ রান) প্যাভিলিয়নে ফেরত পাঠান প্রিন্স যাদব।
অন্যদিকে, একবার জীবনদান পাওয়া প্রভসিমরন ৩০ বলে ব্যক্তিগত পঞ্চাশ পূর্ণ করেন। দ্রুত দুটো উইকেট পড়লেও, পাঞ্জাবের রান তোলার গতি কমেনি। এর জন্য কৃতিত্ব প্রাপ্য প্রভসিমরনের। তাঁর সঙ্গে পাল্লা দিয়ে চালিয়ে খেলছিলেন শশাঙ্ক সিংও। প্রভসিমরন শেষ পর্যন্ত ৪৮ বলে ৯১ রান করে আউট হন। তাঁর ঝোড়ো ইনিংস সাজানো ছিল ৬টি চার ও ৭টি ছয় দিয়ে। শশাঙ্ক ১৫ বলে ৩৩ করে নট আউট থাকেন। মার্কাস স্টয়নিস ৫ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন।
জেতার জন্য ২৩৭ রান তাড়া করতে নেমে শুরুতেই জোড়া ধাক্কা খেয়েছিল লখনউ। একই ওভারে এইডেন মার্করাম (১৩) ও মিচেল মার্শকে (০) প্যাভিলিয়নে ফেরত পাঠান অর্শদীপ সিং। এরপর নিকোলাস পুরানও (৬) অর্শদীপের তৃতীয় শিকার হলে আক্ষরিক অর্থেই চাপে পড়ে গিয়েছিল লখনউ। এই ম্যাচেও ব্যর্থ পন্থ। তিনি আউট হলেন ১৭ বলে ১৮ রান করে। লখনউয়ের হয়ে একা কুম্ভের মতো লড়লেন আয়ুষ বাদোনি। তিনি শেষ পর্যন্ত ৪০ বলে ৭৪ রান করে আউট হন।