প্রতিবেদন : এতদিন বিজেপি নেতাদের নানা কুকীর্তির অভিযোগ করে আসছিল তৃণমূল। এবার দলের মধ্যে থেকেই সেই অভিযোগে সিলমোহর পড়ে গেল। একের পর এক বিজেপি নেতার মুখোশ খুলে দিলেন দিলীপ ঘোষ। কাউকে রেয়াত করছেন না তিনি। যাঁরা তাঁকে নিশানা করছেন, তিনিও তাদের কাছা খুলে দিচ্ছেন। এবার কোনও রাখঢাক না করেই তিনি ফাঁস করে দিলেন কয়লা মাফিয়া লালার সঙ্গে অর্জুন সিংয়ের যোগের কথা! এছাড়া বিজেপির কে কালো গরুর দুধ খায়, কে পাথরের মূর্তি বিক্রি করে, কে বালির খাদান খোঁড়ে— সব তিনি জানেন। সময় হলেই তা প্রকাশ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে রাখলেন দিলীপ (Dillip Ghosh)।
ভাটপাড়ার বিজেপি নেতা অর্জুন সিংয়ের বিরুদ্ধে বিস্ফোরক তোপ দেগে দিলীপ ঘোষ (Dillip Ghosh) বলেন, নিয়মিত কয়লার টাকার ভাগ নেন তিনি! দিলীপের সাফ কথা, অনেকের অনেক কেচ্ছা, কীর্তিকলাপ আমি জানি। কিন্তু বলি না। তবে এবার বলতে শুরু করেছি। আর ন্যাংটার নাই বাটপারের ভয়। আমি ন্যাংটা হলে সবাইকে ন্যাংটা করে দিয়ে যাবো!
আরও পড়ুন-পাক শহরের দখল নিল লিবারেশন আর্মি, গুলি করে মারল ২২ সেনাকে
মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে দিলীপ ঘোষের দিঘা-যাত্রার পর থেকেই গৃহযুদ্ধ বেঁধেছে বিজেপিতে। দিলীপকে একযোগে আক্রমণ করছেন বঙ্গ বিজেপির কেষ্টু-বিষ্টুরা। দিলীপও পাল্টা আক্রমণে ধুইয়ে দিচ্ছেন গদ্দার-সহ রাজ্য বিজেপির নেতাদের। এই পরিস্থিতিতে দলবদলু অর্জুন সিংও দিলীপের বিরুদ্ধে আঙুল তোলেন। দিঘার জগন্নাথধামে যে জিয়ারুল হককে দিলীপ ঘোষের সঙ্গে দেখা গিয়েছে, তাঁকে কুখ্যাত স্মাগলারের ঘনিষ্ঠ বলে দাবি করেন অর্জুন। রবিবার সাংবাদিকদের প্রশ্নের মুখে যার পাল্টা দেন দিলীপ। বলেন, আমাদের পরিচিত বা দলের সমর্থক, সমাজের এমন বিশিষ্ট মানুষদের নাম বিভিন্ন কমিটির জন্য আমরা সুপারিশ করি। জিয়ারুল হককে অনেকদিন ধরে চিনি। উনি দিশা কমিটির মেম্বার। কেন্দ্রীয় মন্ত্রীই করেছে। কিন্তু সে কার সঙ্গে যুক্ত, কোনও সমাজবিরোধী কাজ করলে তাঁকে শাস্তি পেতে হবে। আইন আছে। একইসঙ্গে দিলীপের প্রশ্ন, কিন্তু উনি (অর্জুন সিং) জানলেন কী করে কুখ্যাত স্মাগলারের সঙ্গে যোগাযোগ আছে? ওনারও কি যোগাযোগ আছে? আমি যদি বলি কয়লা মাফিয়ার সঙ্গে অর্জুন সিংয়ের যোগ আছে। নিয়মিত টাকা নেয়। এমনি বলছি না। দুর্গাপুরের রাজু, যাকে শুটআউট করে মারা হল, তাকে তো ও-ই দলে যোগ দিইয়েছিল। দিলীপ ঘোষ কোনও মাফিয়ার সঙ্গে যোগাযোগ রাখে না। বড় বড় কথা না বলে প্রমাণ দাও।