উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ২, আহত ২

Must read

ট্রাফিক নিয়ম ভাঙার মাশুল। সোমবার ভোরে উল্টোডাঙা (Ultadanga Flyover) উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল দুই যুবকের। হেলমেট ছাড়া একটি বাইকে সওয়ার চার যুবক। আজ ভোরে তিলজলার দিক থেকে একটি বাইকে চার যুবক বাইপাসের দিক থেকে লেকটাউনের দিকে যাচ্ছিলেন। উল্টোডাঙা উড়ালপুলের শেষ বাঁকে এসে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বাইক ধাক্কা মারে ফ্লাইওভারের গার্ডওয়ালে। গার্ডওয়ালের উপর রেলিং থাকায় তারা নিচে ছিটকে পড়তে পারেননি। ঘটনায় সপ্তাহের প্রথমদিন ভোরে দীর্ঘক্ষণ ফ্লাইওভারের (Ultadanga Flyover) একটি অংশে বন্ধ থাকে যান চলাচল।

আরও পড়ুন-সর্বার্থে কোণঠাসা নিরানন্দ বোস, এখন ফের ভেসে ওঠার চেষ্টায়

সেখানেই ছিটকে পড়েন চার যুবক। কারও মাথায় ছিল না হেলমেট। ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় পুলিশ। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ যুবকের। আহত দুজনকে আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক। এই ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে রাতের শহরে বাইক দৌরাত্ম্য। ঘটনায় তদন্ত শুরু কলকাতা পুলিশের। যুবকদের পরিচয় জানার প্রক্রিয়া শুরু হয়েছে।

Latest article