ক্যানসারে মৃত্যু প্রেমিকার, শেষযাত্রাতেই সিঁদুরদান

Must read

সংবাদদাতা, হাওড়া : কথায় আছে, মেলাবেন তিনি মেলাবেন। তিনি মেলালেনও কিন্তু সময়টা ভাগ্যের সঙ্গ দিল না। শাঁখা, সিঁদুর, বেনারসি পরিয়ে মাল্যদান করে বিয়েটা হল কিন্তু সংসারটা করা হল না। শ্বশুরবাড়ি থেকে নববধূর গন্তব্য হল চিতা। মৃত প্রেমিকাকে বিয়ে করে নজির গড়লেন হাওড়া সাঁকরাইলের বাসিন্দা সাগর বারিক। প্রেমের এই পরিণতি দেখে চোখের জলে ভাসল হাওড়াবাসী। বছর আটেক আগে মৌলি মণ্ডল (২৩) এবং সাগর বারিক (২৩) প্রেমের সম্পর্কে জড়ান। সময়ের সাথে সাথে সম্পর্কের ভিত আরও মজবুত হয়। কিন্তু বিধি বাম হয় বছর তিনেক আগে। স্তন ক্যানসার ধরা পড়ে মৌলির। এই কথা তিনি প্রথম জানিয়েছিলেন তাঁর প্রেমিককে। এরপর জানানো হয় বাড়িতে। এসএসকেএমে চলে চিকিৎসা। চলে কেমোথেরাপি। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন মৌলি। কিন্তু তিন মাস আগে আবার অসুস্থ হয়ে পড়েন। শরীরে জল জমতে শুরু করে। এইবার আর মারণ রোগের সঙ্গে লড়াই করে ওঠা হল না। জীবনের ১২ গজের লড়াইয়ে প্রথম বলেই আউট হয়ে যান। ২ মে রাতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কিন্তু প্রেমিকার ইচ্ছে পূরণে ত্রুটি রাখেননি হতভাগ্য প্রেমিক। গোলাপের মালা পরিয়ে শাখা, সিঁদুরে সিঁথি রাঙিয়ে তাঁকে স্ত্রী হিসেবে গ্রহণ করেন সাগর। কন্যাবিদায়ের রীতি মেনে বাপের বাড়ি থেকে নিয়ে যান শ্বশুরবাড়ি। কিন্তু সেখানে আর স্বপ্নের সংসার গড়ে তোলা হল না।

আরও পড়ুন-উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ২, আহত ২

Latest article