সেনাকে সাহায্য করার নামে পালাতে গিয়ে নদীতে মৃত্যু জঙ্গি আশ্রয়দাতার

ভিডিয়োতে দেখা যাচ্ছে, ২৩ বছরের ইমতিয়াজ আহমেদ মাগ্রে নামের ওই ব্যক্তি গভীর জঙ্গলের ভেতর একটি পাহাড়ি নদীর দিকে তাকিয়ে ছিল।

Must read

জম্মু ও কাশ্মীরের কুলগাম (Kulgam) জেলায় সন্ত্রাসীদের খাবার ও আশ্রয় দেওয়া এক ব্যক্তি নিরাপত্তা বাহিনীর হাত থেকে নিজেকে বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ হারাল। ইতিমধ্যেই এই ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। ভিডিয়োতে দেখা যাচ্ছে, ২৩ বছরের ইমতিয়াজ আহমেদ মাগ্রে নামের ওই ব্যক্তি গভীর জঙ্গলের ভেতর একটি পাহাড়ি নদীর দিকে তাকিয়ে ছিল। হঠাৎ সেই নদীতে ঝাঁপ দেয় সে।

আরও পড়ুন-লাল কেল্লার দখল চাওয়া মহিলার আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট

প্রসঙ্গত, পুলিশ ইমতিয়াজকে গত শনিবার গ্রেফতার করেছিল। পুলিশি জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছিল যে জঙ্গিদের খাদ্য ও আশ্রয় দিয়েছিল সে। এরপর নিরাপত্তা বাহিনীকে সন্ত্রাসীদের আস্তানায় নিয়ে যেতে রাজি হয় ইমতিয়াজ। রবিবার ইমতিয়াজকে নিয়ে নিরাপত্তা বাহিনীর একটি দল জঙ্গলে ঢুকলে বাহিনীর কাছ থেকে পালিয়ে যায় সে। ভেশা নদীর সামনে এসে নদীতে ঝাঁপ দেয় সে। পরে নদীতে ডুবে মৃত্যু হয় তার। সম্পূর্ণ ঘটনাটির ভিডিও রেকর্ডিং হয়। ওই সময়ের ভিডিও ড্রোনে ধরা আছে।

আরও পড়ুন-ডুবে যাওয়ার ৫ দিন পর উদ্ধার ট্যুরিস্ট বোট, রয়েছে ২ জনের মৃতদেহ

যদিও তরুণের পরিবার পুলিশের এই বয়ান মানতে নারাজ। তারা মনে করছেন সেনা-পুলিশের হেফাজতে থাকা ইমতিয়াজের মৃত্যুর কারণ যাচাই করতে বিচার বিভাগীয় তদন্ত আবশ্যক। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, নদীতে ঝাঁপ দিয়ে সাঁতার কাটার চেষ্টা চালিয়ে যাচ্ছিল ইমতিয়াজ। তবে স্রোতের মাত্রা এতটাই বেশি ছিল যে সে নিজেকে সামলাতে পারে নি।

Latest article