সোমবার, মুর্শিদাবাদ (Murshidabad) পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধীদের তীব্র কটাক্ষ করেন তিনি। বলেন, চেয়ারে বসে ভেদাভেদের রাজনীতি করবেন না। সাম্প্রদায়িক অশান্তি তৈরি না করে সীমান্ত রক্ষায় মন দেওয়ার জন্য কেন্দ্রকে পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ BSF-কে নিশানা করে মমতা বলেন, বিএসএফ গুলি না ছুড়লে পরের দিন ওখানে এত বড় ঘটনা ঘটত না।
আরও পড়ুন-শহিদ নৌসেনার স্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ নিয়ে সরব সাকেত গোখেল
মুর্শিদাবাদে অশান্তির পর এ দিনই জেলা সফরে বহরমপুরে পৌঁছন মুখ্যমন্ত্রী৷ দুপুরে একটা নাগাদ কলকাতা থেকে হেলিকপ্টারে বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে পৌঁছন। এরপর সেখান থেকে সার্কিট হাউসে চলে যান। অল্প সময় সেখানে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সোজা চলে যান বহরমপুরে প্রশাসনিক ভবনে। সেখানে মুর্শিদাবাদ জেলা রেগুলেটেড মার্কেট কমিটির কনফারেন্স হলে জেলার সাংসদ -বিধায়ক এবং অন্য কয়েকজন বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অশান্তির জন্য নাম না করে বিজেপিকে নিশানা করেন তিনি৷ এর পরেই তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, “আমি যদি জিজ্ঞেস করি হেভি লোডেড ভাইরাস কারা যারা সবসময় সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করছে৷ সাম্প্রদায়িক দাঙ্গা না বাঁধিয়ে সীমান্ত রক্ষা করুন৷ ভারত আমাদের মাতৃভূমি৷ আমরা সবাই দেশকে ভালবাসি৷ যাঁরা প্রিয়জনকে হারিয়েছেন তাঁদের ন্যায়বিচার দিন৷“
আরও পড়ুন-”মুর্শিদাবাদের অশান্তি পরিকল্পিত, সব সত্য তথ্য দেশের সামনে আসবে” বিস্ফোরক মুখ্যমন্ত্রী
এর পরেই তীব্র কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “সাংসদ হিসেবে আমি দশ বারোজন প্রধানমন্ত্রীকে সামনে থেকে দেখেছি৷ কিন্তু এরকম অ্যাক্টিং প্রাইম মিনিস্টার দেখিনি৷ আমাদের অ্যাক্টিং প্রাইম মিনিস্টার কে? বিজেপি হয়তো বলতে পারবে৷ তাঁকে বলব সীমান্ত রক্ষায় মন দিন৷ সততার সঙ্গে দায়িত্ব পালন করুন৷ চেয়ারে বসে মানুষ মানুষে বিভাজন সৃষ্টি করবেন না৷“
মুর্শিদাবাদ সফরে এসে অশান্তি কবলিত ধুলিয়ান এবং সুতিতে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর৷ কিন্তু তিনি পৌঁছনোর আগেই জাফরাবাদের নিহত হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবারের সদস্যদের বিজেপি নেতারা কলকাতায় নিয়ে গিয়েছেন বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী৷ তাঁর কথায়, “আমি না হয় দুটি পরিবারের সাথে কথা বলতাম। ১০ লক্ষ টাকা দিতাম। কিন্তু এভাবে নিয়ে গেলেন কেন? এটা কি কিডন্যাপ নয়? গতকাল তাঁদের দিয়ে আমাকে খুব গালাগাল করালেন। আপনারা করছেন দাঙ্গা ,আর আমি গাল খাচ্ছি। তাতে আমার গায়ে ফোসকা পড়বে না।“ BSF-কে নিশানা করে মমতা বলেন, বিএসএফ গুলি না ছুড়লে পরের দিন ওখানে এত বড় ঘটনা ঘটত না।