পিছোল ওয়াকফ মামলার শুনানি

এদিন দুপুরে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি নির্ধারিত ছিল৷

Must read

প্রতিবেদন : সোমবার সুপ্রিম কোর্টে ওয়াকফ মামলার নির্ধারিত শুনানি পিছিয়ে গেল। এদিন দুপুরে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি নির্ধারিত ছিল৷ যথা সময়ে আদালতে উপস্থিত ছিলেন বিচারপতিরা৷ এজলাসে ছিলেন মামলার সঙ্গে যুক্ত আইনজীবীরাও৷ শুনানির শুরুতেই প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানান, এই মামলার বিস্তারিত শুনানির প্রয়োজন৷ এদিকে এগিয়ে আসছে তাঁর অবসরের দিন৷

আরও পড়ুন-ম্যাগমা-র রুফটপ রেস্তোরাঁ ভাঙায় স্থগিতাদেশ হাই কোর্টের

১৩ মে প্রধান বিচারপতির পদ থেকে তিনি অবসর নেবেন৷ এই অবস্থায় আইনজীবীদের কোনও আপত্তি না থাকলে তিনি ওয়াকফ আইনকে চ্যালেঞ্জ জানানো মামলার শুনানি স্থানান্তরিত করতে চান পরবর্তী প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চে৷ কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা, বর্ষীয়ান দুই আইনজীবী কপিল সিবাল ও অভিষেক মনুসিংভি-সহ অন্য আইনজীবীরা জানান, তাঁদের কোনও আপত্তি নেই৷ এর পরেই প্রধান বিচারপতি নির্দেশ দেন, ১৫ মে হবে এই মামলার পরবর্তী শুনানি৷ ঘটনাচক্রে সেই সময় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে থাকবেন বিচারপতি বি আর গাভাই৷ তিনিই স্থির করবেন, কোন বেঞ্চে হবে এই মামলার শুনানি৷ এদিকে, সংশোধিত ওয়াকফ আইনের বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছে পশ্চিমবঙ্গ সরকারও।

Latest article