কাশ্মীরে শহিদ জওয়ানের স্ত্রীকে চাকরি, একাধিক নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা মুখ্যমন্ত্রীর

Must read

কাশ্মীরে শহিদ তেহট্টের জওয়ানের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। জঙ্গিদের লড়াইয়ে শহিদ হয়েছিলেন বাংলার জওয়ান ঝন্টু আলি শেখ। মঙ্গলবার মুর্শিদাবাদের সুতি-র পরিষেবা প্রদান অনুষ্ঠানে জওয়ানের পরিবারকে ডেকে স্ত্রী শাহানাজ শেখকে চাকরির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তাঁকে হোম গার্ডের চাকরির জয়েনিং লেটার ও ১০ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। জওয়ানের স্ত্রী, দুই সন্তানকে মঞ্চে নিয়ে আসেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত।

আরও পড়ুন- কানাডায় ভারতীয়দের হুমকি-মিছিল খালিস্তানপন্থীদের, কড়া ব্যবস্থা নিতে বার্তা দিল্লির

পাশাপাশি সুতির কাশিমনগরের ওয়াকফ অশান্তিতে প্রাণ হারানো এজাজ আহমেদের পরিবারের একজনকেও চাকরি দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তুলে দেওয়া হয়েছে আর্থিক সাহায্য। একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ছেন, মুর্শিদাবাদে ওয়াকফ-অশান্তিতে যে হিন্দুদের প্রাণ গিয়েছে তাঁদের পরিবারে জন্য সাহায্য রাখা রয়েছে। তাঁরা চাইলেই যখন ইচ্ছা আর্থিক সহায়তা নিতে পারেন। ২৮০ পরিবারকে ১ লক্ষ ২০ হাজার টাকা করে চেক। ৪০০ পরিবারের সঙ্গে কথা।

Latest article