মঙ্গলবার মুর্শিদাবাদের সুতিতে প্রশাসনিক সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata banerjee)। সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান হল ছাবঘাটী ক্ষুদিরাম দাস বিদ্যালয় সংলগ্ন মাঠে। বেলা ১ টা থেকে শুরু হয় সভা। প্রশাসনিক সভা থেকে মুর্শিদাবাদে ৭১৮ কোটি ১৯ লক্ষ টাকার মোট ১৬৭ টি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। উদ্বোধন হল ৯৩ টি প্রকল্পের এবং শিলান্যাস হল ৩৪ টি প্রকল্পের। সভা মঞ্চ থেকেই এদিন কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ বাংলার জওয়ান নদিয়ার বাসিন্দা ঝন্টু আলি শেখের স্ত্রীকে সরকারি চাকরির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। নিহত ঝন্টু আলির স্ত্রীর হাতে ১০ লক্ষ টাকার চেক ও হোমগার্ডের চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দেন তিনি। পাশাপাশি সুতি, ধুলিয়ান ও ফারাক্কা নিয়ে নতুন মহকুমা অফিসের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এক দেড় মাসের মধ্যে নতুন সাবডিভিশন তৈরি হবে সুতির প্রশাসনিক সভা থেকে ঘোষণা করেন সভা মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata banerjee) বলেন, ‘ দাঙ্গা কবলিত মানুষের প্রায় ৪০০ টি পরিবারের সাথে দেখা করেছি, কথা শুনেছি। ইতিমধ্যেই সরকার পরিবারগুলির হাতে নানারকম সাহায্য তুলে দিয়েছে। কিন্তু আজকে আমি নিজে আমার উপস্থিতিতে ২৮০ টি পরিবারকে ১ লক্ষ ২০ হাজার টাকার চেক দিয়ে এলাম। যাদের আরও বড় কিছু ভেঙেছে তারা টার্ম লোন পাবে। প্রশাসনিক জনসভা থেকে মুখ্যমন্ত্রী খড়গ্রাম ব্লকের শেরপুর -বিষ্ণুপুর পর্যন্ত ১১.৭২ কোটি টাকা ব্যয়ে সংস্কার হওয়া নতুন রাস্তার উদ্বোধন করেন। ১১.২৩ কোটি টাকা ব্যয়ে সংস্কার ও চওড়া হওয়া কুলি-মোড়গ্রাম নতুন রাস্তারও উদ্বোধন করেন তিনি।
এছাড়াও সামশেরগঞ্জ ব্লক এবং ধুলিয়ান পুরসভার কয়েকটি ওয়ার্ডে গঙ্গা নদীর তীরবর্তী এলাকায় রাস্তা নির্মাণ ,সংস্কার, নদী পাড় বাঁধাই এবং ভাঙন প্রতিরোধের কাজের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এই সমস্ত প্রকল্পগুলোর জন্য রাজ্য সরকার প্রায় ৬৯.৪৭ কোটি টাকা বরাদ্দ করেছে।
আরও পড়ুন- জগন্নাথ মূর্তি নিয়ে বিজেপির অপপ্রচারের কড়া জবাব দিলেন মুখ্যমন্ত্রী
এছাড়াও নবগ্রাম ,সাগরদিঘি, ফরাক্কায় ছাত্রছাত্রীদের জন্য হস্টেল নির্মাণ, ডোমকল, বেলডাঙা, নওদা, ধুলিয়ান, খড়গ্রাম ,সাগরদিঘিতে ‘হেলথ এন্ড ওয়েলনেস সেন্টারে’র উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। ১১.৭৮ কোটি টাকা ব্যয়ে সামশেরগঞ্জের অনুপনগরে ১০০ শয্যার বিড়ি শ্রমিকদের হাসপাতাল, কান্দি মহকুমা হাসপাতাল প্রাঙ্গনে নতুন ১০০ শয্যার ‘ইমারজেন্সি’ এবং ‘ইন্ডোর বিল্ডিং’ এবং ৩০ শয্যা বিশিষ্ট ফরাক্কা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধনও মুখ্যমন্ত্রীর কর্মসূচির তালিকায় রয়েছিল।
সুতির ছাবঘাটী ময়দানে প্রশাসনিক জনসভা থেকে মুখ্যমন্ত্রী ২২৯ কোটি টাকা ব্যয়ে প্রায় ৭৪টি প্রকল্পের শিলান্যাস করেন। এর মধ্যে উল্লেখযোগ্য ডোমকল, বেলডাঙা, জলঙ্গিতে সৌর চালিত টিউবওয়েল,বহরমপুর পুরসভা এলাকায় সাতটি ‘ড্রেনেজ ক্যানেল’ নতুন করে নির্মাণ,সুতি-১, সাগরদিঘি, মুর্শিদাবাদ-জিয়াগঞ্জ ,বহরমপুর ব্লকে নতুন রাস্তা তৈরি সহ ভগবানগোলা-১,বড়ঞা, বেলডাঙা, ডোমকল সহ আরও কয়েকটি ব্লকে নতুন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের জন্য ভবন নির্মাণের কাজের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী যে সমস্ত প্রকল্পের কাজের উদ্বোধন বা শিলান্যাস করলেন সেগুলো সম্পূর্ণভাবে শেষ হলে জেলার কয়েক লক্ষ মানুষ উপকৃত হবে।