আগামী বছর মাধ্যমিক পরীক্ষা আরও এগিয়ে এল! রইল রুটিন

Must read

আগামী বছর কবে মাধ্যমিক (Madhyamik), মঙ্গলবার তা জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের গোড়াতেই শুরু হবে দশম শ্রেণীর বোর্ড পরীক্ষা।

২ ফেব্রুয়ারি, সোমবার: প্রথম ভাষা
৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার: দ্বিতীয় ভাষা
৬ ফেব্রুয়ারি, শুক্রবার: ইতিহাস
৭ ফেব্রুয়ারি, শনিবার: ভূগোল
৯ ফেব্রুয়ারি, সোমবার: গণিত
১০ ফেব্রুয়ারি, মঙ্গলবার: ভৌত বিজ্ঞান
১১ ফেব্রুয়ারি, বুধবার: জীবন বিজ্ঞান
১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার: অ্যাডিশনাল

ফিজিক্যাল এডুকেশন, ওয়ার্ক এডুকেশন ও সোশ্যাল সার্ভিস পরীক্ষার দিনক্ষণ পরে জানিয়ে দেওয়া হবে। পরীক্ষা শুরু হবে সকাল পৌনে ১১টায়। শেষ দুপুর দু’টোয়। তবে ভোকেশনাল বিষয়, কম্পিউটার পরীক্ষার ক্ষেত্রে এই সময়সীমা অন্য।

আরও পড়ুন- জগন্নাথ মূর্তি নিয়ে বিজেপির অপপ্রচারের কড়া জবাব দিলেন মুখ্যমন্ত্রী

Latest article