প্রতিবেদন: ভয়ঙ্কর ঘটনা। বিজেপি নেত্রীর মাথা কেটে নিল দুষ্কৃতীরা। বাড়ির কাছেই তাঁর মাথাকাটা দেহ উদ্ধার করে পুলিশ। সোমবার রাতে ঘটনাটি ঘটে তামিলনাড়ুর তাঞ্জাভুর জেলার পাট্টুকোট্টাইয়ে। বি সারান্যা নামে ৩৮ বছরের ওই মহিলা দোকান বন্ধ করে ফেরার পথে বাড়ির কাছেই তাঁকে ঘিরে ধরে কয়েকজন সশস্ত্র দুষ্কৃতী। ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় তাঁর উপর।
আরও পড়ুন-কাশ্মীরে চলছে ঘরে ঘরে তল্লাশি, বৈসরনের জঙ্গলে গ্রেফতার বুলেটপ্রুফ জ্যাকেট পরা যুবক
মঙ্গলবার সকালে থানায় আত্মসমর্পণ করেন ওই মহিলার সৎ ছেলে এবং তাঁর ২ শাগরেদ। আততায়ী কে বা কারা তা এখনও তদন্তকারীদের কাছে স্পষ্ট না হলেও প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, সারান্যার অত্যন্ত পরিচিতই কেউ রয়েছে এই নৃশংস খুনের নেপথ্যে। রাজনৈতিক কারণে এই খুন বলে স্থানীয়দের একাংশ অভিযোগ তুললেও পুলিশ স্পষ্ট জানিয়েছে এর পিছনে কোনও রাজনীতি নেই।