নারী-ক্ষমতায়ণে মডেল বাংলাই

বাংলাই দৃষ্টান্ত। নারী ক্ষমতায়ন সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বাংলাকেই মডেল হিসেবে তুলে ধরল তৃণমূল কংগ্রেস।

Must read

প্রতিবেদন: বাংলাই দৃষ্টান্ত। নারী ক্ষমতায়ন সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বাংলাকেই মডেল হিসেবে তুলে ধরল তৃণমূল কংগ্রেস। বিজেপি শাসিত রাজ্যগুলোতে নারী ক্ষমতায়নের নামে কেমন করে প্রহসন চলে তা তুলে ধরা হয় বিরোধীদের পক্ষ থেকে। লক্ষণীয়, রাজনৈতিক ও জনপ্রধিনিধিত্বের বিচারে সবচেয়ে বেশি মহিলা সদস্য প্রতিনিধিত্ব করেন বাংলা থেকেই। নারী ক্ষমতায়ন সংক্রান্ত কমিটির বৈঠক সাংসদদের মতামত জানতে চাওয়া হয়।

আরও পড়ুন-মাউন্ট আবুর নাম বদলের চক্রান্ত বিজেপির, প্রতিবাদে আন্দোলনে রাজস্থানের ২৩ সংগঠন

তৃণমূলের তরফে কমিটিতে প্রতিনিধিত্ব করছেন রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ। বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে মহিলাদের উপরে হিংসার এবং শ্লীলতাহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। তাঁর কথায়, বয়স্ক মহিলারাও আজকে সমাজে নিরাপদে নেই। এমনকী নেট দুনিয়ায় টোপ দিয়ে নানা টার্গেট করে মহিলাদের ফাঁসানো হচ্ছে বলে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়। মঙ্গলবার কমিটির প্রথম বৈঠক হল। কমিটির আগামী বৈঠক ২১ মে। নারী ক্ষমতায়ন সংক্রান্ত স্থায়ী সংসদীয় কমিটির বৈঠকে শুধুমাত্র মহিলা সদস্যদের নিয়ে কেন তৈরি করা হয়েছে এনিয়ে সরকারকে প্রশ্নের মুখে পড়তে হয়। কেন কোনও পুরুষ সাংসদ এই কমিটিতে রাখা হয়নি সেই প্রশ্ন তোলে তৃণমূল।

Latest article