প্রতিবেদন : উদ্বোধনের পর থেকেই দিঘার জগন্নাথধামে ভক্তদের ঢলে গা জ্বলছে রাজ্য বিজেপির। তাই কখনও নিমকাঠ, কখনও জগন্নাথধাম লেখা নিয়ে ক্রমাগত কুৎসা রটানোর চেষ্টা করছে গদ্দার ও তার চ্যালা-চামুণ্ডারা। কিন্তু বিভ্রান্তির চক্রান্ত রুখে বিজেপি নেতাদের মিথ্যাচারের মুখোশ খুলে দিল পুলিশ। দিঘার মন্দিরের সামনে থেকে ‘জগন্নাথ ধাম’ লেখা সরানো নিয়ে বিতর্কের অবসান ঘটাল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। ছবি-সহ সোশ্যাল মিডিয়ায় স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হল, মন্দির চত্বর কিংবা জাতীয় সড়ক থেকে ‘জগন্নাথ ধাম’ লেখা সরানো হয়নি। পাশাপাশি এই সংক্রান্ত বিষয় নিয়ে ‘গুজব রটানো হচ্ছে’ বলে অভিযোগ করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথাও জানিয়েছে জেলা পুলিশ প্রশাসন।
আরও পড়ুন-কর্ণপাত করছে না কেন্দ্র, নদী ভাঙনে সরব মুখ্যমন্ত্রী
অক্ষয়তৃতীয়ায় দিঘার বুকে জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনের পর থেকেই ভিড় বাড়ছে মন্দিরে। গোটা দিঘার পাশাপাশি মন্দিরের ঠিক পাশে জাতীয় সড়কের উপর ইংরেজি হরফে ‘জগন্নাথধাম’ লেখা নীল রঙের একটি বড় কাঠামো ছিল। কিন্তু বাজার গরম করতে সোশ্যাল মিডিয়ায় বিরোধী দলনেতা গদ্দার ভুয়ো ছবি পোস্ট করে দাবি করেন, জগন্নাথধাম লেখা কাঠামোটি নাকি সরিয়ে দেওয়া হয়েছে! তবে সোমবার পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ ‘জগন্নাথ ধাম’ লেখা কাঠামো-বিতর্ক নিয়ে ছবি-সহ এক্স পোস্ট করেছে। ছবিগুলিতে জ্বল-জ্বল করছে ‘জগন্নাথ ধাম’ লেখাটি। পোস্টটিতে লেখা হয়েছে— সমাজমাধ্যমে দিঘা জগন্নাথধাম সম্পর্কিত বেশ কিছু ভুয়ো খবর প্রচারিত হয়েছে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই সমস্ত ভুয়ো খবর ছড়ানো সংক্রান্ত বিষয়ে দিঘা থানায় মামলা রুজু করা হয়েছে। তদন্ত প্রক্রিয়া চলছে। গুজব ছড়ানো এবং ভুয়ো খবর প্রচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে পুলিশ।