মুম্বই, ৭ মে : লাল বলের ফরম্যাটকে আলবিদা বলে দিলেন হিটম্যান! আইপিএলের ভরা বাজারে বুধ সন্ধ্যায় ইনস্টাগ্রামে মাত্র চার-পাঁচ লাইনের একটা বিবৃতি! তাতেই জানা গেল, টেস্ট ক্রিকেটে আর দেখা যাবে না রোহিত শর্মাকে। নিঃসন্দেহে যা বড় চমক। টি-২০ বিশ্বকাপ জেতার পরেই কুড়ি-বিশের ফরম্যাট থেকে অবসরের কথা ঘোষণা করেছিলেন। এবার কোনও সাংবাদিক সম্মলেন না করে কিছুটা নিঃশব্দেই সরে গেলেন। তবে তিনি জানিয়েছেন, একদিনের ক্রিকেটে দেশের হয়ে খেলা চালিয়ে যাবেন।
নিজের বিবৃতিতে রোহিত লিখেছেন, ‘‘সবাইকে জানাচ্ছি, আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। সাদা জার্সিতে দেশের প্রতিনিধিত্ব করা আমার কাছে বিরাট সম্মানের ছিল। দীর্ঘ বছর ধরে ভালবাসা এবং সমর্থন দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আমি ভারতের হয়ে একদিনের ক্রিকেটে খেলা চালিয়ে যাব।’’ প্রশ্ন উঠছে, হঠাৎ করেই কেন সরে গেলেন? রোহিতের ঘনিষ্ঠমহলের দাবি, টেস্টে খারাপ পারফরম্যান্সের জন্য আসন্ন ইংল্যান্ড সিরিজের আগেই তাঁকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে। বিসিসিআই সূত্রে তেমনই ইঙ্গিত পাওয়ার পরেই অবসরের সিদ্ধান্ত নেন রোহিত।
প্রসঙ্গত, গত বছর থেকেই লাল বলের ফরম্যাটে রানের খরা চলছে রোহিতের। তাঁর নেতৃত্বে ঘরের মাঠে নিউজিল্যান্ডের হাতে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল টিম ইন্ডিয়া। ওই সিরিজে ব্যাট হাতে রোহিত সম্পূর্ণ ব্যর্থ হয়েছিলেন। এরপর অস্ট্রেলিয়া সফরে বর্ডার-গাভাসকর সিরিজেও রান পাননি। পরিস্থিতি এমনই হয়েছিল যে, সিডনিতে আয়োজিত সিরিজের শেষ টেস্টে তিনি নিজে থেকেই বসে গিয়েছিলেন। তখন থেকেই রোহিতের অবসর নিয়ে জল্পনা শুরু হয়েছিল। যদিও রোহিত তখন সাফ জানিয়েছিলেন, এখনই টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর পরিকল্পনা তাঁর নেই। কিন্তু শেষ পর্যন্ত সরেই গেলেন। ২৪টি টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়ে ১২টিতে জিতেছেন রোহিত। হেরেছেন ৯টি এবং ড্র ৩টি।
রোহিতের অবসরের পর, নতুন প্রশ্ন মাথাচাড়া দিয়েছে। ইংল্যান্ড সিরিজে তাহলে নেতৃত্ব কে দেবেন? জসপ্রীত বুমরা পুরোপুরি ফিট নন। ইংল্যান্ড সিরিজে টানা পাঁচ টেস্ট খেলার সম্ভাবনা তাঁর নেই বলেই চিকিৎসকরা বোর্ডকে জানিয়েছেন। ফলে হাতে রইল শুভমন গিল ও ঋষভ পন্থ। কিন্তু টেস্ট অধিনায়ক হিসাবে দু’জনেই অনভিজ্ঞ। তাহলে কি বিরাট কোহলি? উত্তর দেবে সময়।