সংবাদদাতা, হুগলি : পহেলগাঁও জঙ্গি-হামলার প্রত্যাঘাতে পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরের ৯টি জায়গায় জঙ্গিদের ঘাঁটিতে মিসাইল হামলা চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। ভারতের ক্ষেপনাস্ত্রে ধ্বংস হয়েছে পাক-জঙ্গিদের আঁতুড়ঘর। তার জবাবে পাকিস্তানও সীমান্তে গোলাবর্ষণ শুরু করেছে। তবে ভারতের সশস্ত্র বাহিনীর অপারেশন সিঁদুর-এর পর থেকেই দুশ্চিন্তা গ্রাস করেছে পাক ভূখণ্ডে বন্দি বাংলার বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউয়ের পরিবারকে।
আরও পড়ুন-দেশের ১৭টি বিমানবন্দরে বাণিজ্যিক উড়ান স্থগিত
পহেলগাঁও হামলার পরই ‘ভুল করে’ পাক-ভূখণ্ডে ঢুকে পাক-রেঞ্জারদের হাতে বন্দি হন বঙ্গসন্তান পূর্ণম। স্বামীকে ফেরাতে পাঠানকোটে বিএসএফের হেড কোয়ার্টারেও গিয়েছিলেন পূর্ণমের অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী। কিন্তু ভারতের এয়ারস্ট্রাইকের পর আতঙ্কের ছাপ তাঁর মুখে। রজনী বলছেন, পাকিস্তান আর ওকে ছাড়বে না। স্বামীর চিন্তায় দু’চোখে জল নিয়ে রজনী বলছেন, এখন আর আশা দেখছি না। যুদ্ধ বেঁধে গিয়েছে। আমরা ভেবেছিলাম, মঙ্গলবার ভারতের প্রত্যাঘাতের আগেই পাকিস্তান থেকে পূর্ণমের ফেরার কোনও বন্দোবস্ত করা হবে। কিন্তু তার আগেই এই ঘটনা ঘটে গেল। এখন পাকিস্তান আর হয়ত ওঁকে ছাড়বে না।