পরপর বিস্ফোরণে বিধ্বস্ত পাকিস্তান (Pakistan)। মাত্র কয়েকঘণ্টার ব্যবধানে কেঁপে উঠছে পাক জঙ্গিদের মাটি। বৃহস্পতিবার সকালে লাহোর বিস্ফোরণের ঘটনা ঘটে। মোট ৯টি শহরের উপর ১২টি হার্প ড্রোন হামলা হয়েছে। ১৫টি এলাকার মাটি কেঁপে উঠেছে। লাহোর, রাওয়ালপিন্ডি, গুজরানওয়ালা, চকওয়াল, আট্টক, বাহাওয়ালপুর, মিঞাওয়ালি, ছোড় ও করাচিতে ড্রোন হামলা হয়েছে।
হার্প ড্রোন কী?
হার্প হল ইজরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ (IAI) এর MBT মিসাইল বিভাগের তৈরি আক্রমণাত্মক ড্রোন। এটি একটি যুদ্ধক্ষেত্রের উপর দিয়ে উড়ে বেড়াতে পারে। ড্রোনটি রিমোট কন্ট্রোলে সক্ষম। এবং যদি এটি কোনও আঘাত না পায় তবে হামলা করে জায়গায় ফিরে আসতে পারে।
এদিকে মুখ থুবড়ে পড়েছে পাকিস্তানের (Pakistan) এয়ার ডিফেন্স সিস্টেম। চিনের তৈরি করা এয়ার ডিফেন্স সিস্টেম HQ-9 মিসাইল লঞ্চার ক্ষতিগ্রস্ত হয়েছে। পাকিস্তানের গোয়েন্দা সংস্থার জনসংযোগ আধিকারিক ডিজি লেফটেন্যান্ট আহমেদ শরিফ চৌধুরি জানিয়েছেন, বিভিন্ন এলাকায় হাই অ্যালার্ট জারি হয়েছে।
আরও পড়ুন- উপাচার্য নিয়োগ মামলা: সুপ্রিম কোর্টে ধাক্কা আচার্যের! দেরির কারণ সিল বন্ধ খামে জানানোর নির্দেশ
বৃহস্পতিবার ভোরে ভারতের মাটিতে একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করছিল পাকিস্তান। মোট ১৫টি হামলার চেষ্টার ঘটনা ঘটে। কিন্তু সবগুলিই মাঠে মারা গিয়েছে। মাঝ আকাশেই সবগুলি ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিয়েছে ভারতীয় বিমানবাহিনীর এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম। রাশিয়ায় তৈরি অত্যাধুনিক এই নিরাপত্তা ব্যবস্থার পোশাকি নাম ‘সুদর্শন চক্র’। বুধবার বালোচ লিবারেশন আর্মি বা BLA-র দু’টি পৃথক হামলায় ১৪ জন পাকিস্তানি সেনার মৃত্যু হয়েছে। আইইডি বিস্ফোরণ ঘটিয়েছে BLA। সুতরাং চাপ বাড়ছে পাকিস্তানের।
পাকিস্তানের এই হামলার জবাব দিতে দেরি করেনি ভারত। আজ সকালে সেদেশের এয়ার ডিফেন্স রাডার ও সিস্টেমে আঘাত হানে ভারতীয় সেনা। এই কাজে পাঠানো হয়েছিল হার্প ড্রোন। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এক বিবৃতে জানানো হয়েছে, ‘ঠিক যে ধরনের তারা হামলা চালিয়েছিল, সে মতোই জবাব দেওয়া হয়েছে ভারতের তরফে’। এদিনের ভারতীয় হানায় লাহোরের কাছে পাক এয়ার ডিফেন্স সিস্টেম উড়িয়ে দেওয়া হয়েছে বলেও সূত্রের খবর।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ মৃত্যুর বদলা নিতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে মঙ্গলবার গভীর রাতে ‘অপারেশন সিন্দুর’ অভিযান চালায় ভারতীয় সেনা। ৯ জায়গায় জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয়। নিকেশ করা হয় শতাধিক জঙ্গি। অপারেশন সিন্দুর চলবে জানিয়ে দিয়েছে ভারত।