সংবাদদাতা, সিউড়ি : সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল, রামপুরহাট মেডিক্যাল কলেজ ও বোলপুর সিয়ান হাসপাতাল মূলত জেলার স্বাস্থ্যব্যবস্থার তিন প্রধান স্তম্ভ। এই তিন হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে নির্দেশ দিলেন জেলার পুলিশ সুপার শ্রী আমনদীপ। বিগত দিনে এই তিন প্রধান হাসপাতালে বিভিন্ন সময়ে রোগীমৃত্যু ঘিরে রোগীর আত্মীয়-পরিজনদের হাতে হাসপাতাল ভাঙচুর, এমনকি ডাক্তার ও নার্সদের উপর মারধরের ঘটনাও ঘটেছে। যে কারণে এই তিন হাসপাতালে পুলিশ ক্যাম্প করা হয়েছে। এই সব হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটসাঁট করার জন্য হাসপাতালে অবস্থিত পুলিশ ক্যাম্পগুলো থেকে দিনে দুবার করে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে স্থানীয় থানাকে।
আরও পড়ুন-ফাইনালে ইন্টারের সামনে পিএসজি
সেই রিপোর্ট সরাসরি চলে যাবে পুলিশ সুপারের কাছে। জেলার পুলিশ সুপার শ্রী আমনদীপ জানান, ‘হাসপাতালে কর্মরত নার্স ও ডাক্তার এবং চিকিৎসা করাতে আসা রোগী ও তাঁদের পরিবারের নিরাপত্তায় যাতে কোনও অসুবিধা না হয় সে জন্যই হাসপাতালে অবস্থিত পুলিশ ক্যাম্পগুলো থেকে দিনে দুবার রিপোর্ট চাওয়া হয়েছে। পুলিশ ক্যাম্পগুলো থেকে রিপোর্ট পেলে নিরাপত্তায় গাফিলতি হচ্ছে কিনা সেটা সরজমিনে খতিয়ে দেখে যে কোনও সমস্যার দ্রুত সমাধান করা যাবে।’