সংবাদদাতা, জঙ্গিপুর : কেন্দ্রের শ্রমিকবিরোধী (worker) নীতি ও বাংলার প্রতি বঞ্চনা ও দিশাহীন বাজেটের প্রতিবাদে বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলা দুগ্ধ উৎপাদক সমবায় ইউনিয়নের এক সমাবেশ হল। তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির ডাকে, ভাগীরথী মিল্ক উৎপাদক মেন গেটে। সমাবেশ থেকে স্পষ্ট জানানো হয়, শ্রম কোড চালু করা হবে না বাংলায়। সমাবেশে ছিলেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি তথা বিধায়ক অপূর্ব সরকার প্রমুখ।
আরও পড়ুন-অপারেশন সিঁদুরে খতম হয়েছে কান্দাহার বিমান অপহরণকাণ্ডের মাস্টারমাইন্ড
ঋতব্রত বলেন, ‘‘মুখ্যমন্ত্রী রানি রাসমণির মতো কাজ করছেন। জগন্নাথ মন্দিরের মতোই আমাদের মনে জায়গা করে নিয়েছেন। ১০০ বছর সকলে মনে রাখবেন ওঁকে।’’ ঋতব্রত আরও বলেন, মুখ্যমন্ত্রী অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য যে সামাজিক সুরক্ষা প্রকল্প চালু করেছেন, তাতে ১ কোটি ৬৮ লক্ষ শ্রমিক নাম লিখিয়েছেন। শ্রমমন্ত্রীর সঙ্গে কেরলের শ্রমমন্ত্রীর বৈঠকের প্রসঙ্গে বলেন, আমাদের শ্রমমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, পশ্চিমবঙ্গ কেন্দ্রের এই শ্রম আইন মানছে না। মুখ্যমন্ত্রীর সামাজিক সুরক্ষা প্রকল্পে এত শ্রমিক নাম লিখিয়েছেন শুনে কেরলের শ্রমমন্ত্রী হতবাক। রাজ্যে বেসরকারি কারখানায় নিয়োগ সংক্রান্ত পোর্টাল নিয়ে বলেন, এটির মাধ্যমেই নিয়োগ হবে। দেশের চটশিল্পকে ধ্বংস করার জন্য বিজেপি সরকার চক্রান্ত করছে। রাজ্যে চটের বস্তা দিয়েই এতদিন খাদ্য শস্য বহন হত। ইদানীং চক্রান্ত করে চটের বস্তার অর্ডার বিভিন্ন রাজ্য থেকে আসছে না।