প্রতিবেদন : মেয়াদোত্তীর্ণ বাসের দু’বছরের সময়সীমা বৃদ্ধি, ভাড়া বৃদ্ধি-সহ পাঁচ দফা দাবি নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে পরিবহণ বাঁচাও কমিটি। দাবি পূরণ না হলে ২২ ২৩ ও ২৪ মে বাস পরিষেবা বন্ধের হুঁশিয়ারি দিয়েছে তারা। কিন্তু ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকার বাস সংগঠনের পাশে দাঁড়িয়ে আইনি পদক্ষেপ নিতে শুরু করেছে। মুখ্যমন্ত্রী বলেছেন, বাসের স্বাস্থ্য কখনওই তার বয়সের ওপর নির্ভর করে না। পনেরো বছর হয়ে যাওয়ার পরেও বাসের অবস্থা যদি ভাল থাকে তাহলে সেই বাস চালানো যেতে পারে।
আরও পড়ুন-শ্রমিকদের সামাজিক সুরক্ষা প্রকল্প থেকে দিঘার জগন্নাথধাম, ১০০ বছর সকলে মনে রাখবেন মুখ্যমন্ত্রীকে
এদিন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান, মেয়াদোত্তীর্ণ বাস নিয়ে আদালতের নির্দেশ রয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশমতো আদালতের আইন অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকার যাবতীয় পদক্ষেপ নিচ্ছে। এছাড়াও ভাড়া বৃদ্ধির বিষয়ে মানবিক রাজ্য সরকার। ভাড়া বৃদ্ধি করলে যাত্রীদের সমস্যা হবে। করোনা পরিস্থিতিতে বেসরকারি বাস সংগঠনগুলো যেভাবে ভাড়া বাড়িয়েছে তারপর আর ভাড়া কমানো হয়নি। তাই এই পরিস্থিতিতে ফের ভাড়া বাড়ানো হলে সমস্যা দেখা দেবে। তাই বাস মালিকপক্ষ এবং যাত্রী উভয়ের স্বার্থই যাতে সুরক্ষিত হয় সেদিকে নজর রেখেই পদক্ষেপ নিচ্ছে সরকার। তাই সরকার যেখানে মেয়াদ উত্তীর্ণ বাসের পাশে রয়েছে সেখানে দাঁড়িয়ে দু’বছরের মেয়াদ উত্তীর্ণ বাসের সময়সীমা বৃদ্ধি করার দাবি নিতান্তই অমূলক।