প্রতিবেদন : কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মদিন (Birth anniversary) আজ দেশ জুড়ে যথাযথ মর্যাদায় পালিত হবে। কবিগুরুর জন্মদিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন সকাল এক বিশেষ অনুষ্ঠানে কবিগুরুকে শ্রদ্ধা জানাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল ১১টায় জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে কবিগুরুর আবক্ষ মূর্তিতে মাল্যদান করবেন নারী ও শিশু কল্যাণমন্ত্রী ডাঃ শশী পাঁজা।
আরও পড়ুন-আইন মেনেই বাসমালিকদের পাশে আছে রাজ্য : স্নেহাশিস
একই সময় নবান্নে কবিগুরুর ছবিতে মাল্যদান করবেন খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের মন্ত্রী অরূপ রায়। পশ্চিমবঙ্গ বিধানসভার তরফেও পালন করা হবে দিনটি। এই উপলক্ষে সকাল ১১টায় বিধানসভায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বেলা বারোটায় রবীন্দ্রসদনে রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান করবেন তথ্য ও সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন।