রামগড় BSF ক্যাম্পে পাক-ড্রোন হানা, গুলি করে নামাল ভারতীয় সেনা

Must read

কোনও ছাড় নয়। পাকিস্তানজুড়ে প্রত্যাঘাত ভারতের। এমনকি দেশের মাটিতে পাকিস্তানের আঘাতের হাত থেকে রক্ষা করছে ভারতীয় সেনা। শুক্রবার সকালে জয়সলমীরের রামগড়ে বিএসএফ ক্যাম্পে পাকিস্তানি সেনাবাহিনীর আরেকটি ড্রোন হামলার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে ভারতীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। এদিন ভোর ৪:৩০ থেকে ৫:৩০ পর্যন্ত পাকিস্তান বিএসএফ ক্যাম্পে ড্রোন হামলার চেষ্টা চালায়। আবারও পাক ড্রোনগুলিকে গুলি করে নামায় ভারতীয় সেনা।

আরও পড়ুন: আকাশে-জলে সাঁড়াশি আক্রমণ চালাচ্ছে ভারত

ভারতীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জয়সলমীরে একাধিক ড্রোনকে গুলি করে নামায়। রাজস্থান, পাঞ্জাব এবং জম্মু ও কাশ্মীরে পাকিস্তানি সেনাবাহিনী ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালানোর চেষ্টা করে। কিন্তু ভারতীয় সেনাবাহিনীর কারণে তারা ব্যর্থ হয়।

ভারতীয় সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিটগুলি উধমপুর, সাম্বা, জম্মু, আখনুর, নাগরোটা এবং পাঠানকোটে পাক সেনার ৫০টিরও বেশি ড্রোন ধ্বংস করেছে।

Latest article