খাদ্যশস্যের দর নিয়ন্ত্রণে কেন্দ্রকে আর্জি জানাল রেশন ডিলার সংগঠন

বর্তমানে ভারত-পাকিস্তানের অশান্ত পরিস্থিতির মধ্যে চাল-গমের মতো খাদ্যশস্যের দাম বাড়ানোর চেষ্টা চলছে বিভিন্ন রাজ্যে।

Must read

প্রতিবেদন : কালোবাজারি রুখে কেন্দ্রের ‘ওপেন মার্কেট সেল স্কিম’-এ রেশন দোকানের মাধ্যমে সরাসরি খোলাবাজারে খাদ্যশস্য বিক্রির পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিল রেশন ডিলারদের সংগঠন। একই আর্জি কেন্দ্রীয় কৃষিমন্ত্রী ও খাদ্যমন্ত্রীকেও। বর্তমানে ভারত-পাকিস্তানের অশান্ত পরিস্থিতির মধ্যে চাল-গমের মতো খাদ্যশস্যের দাম বাড়ানোর চেষ্টা চলছে বিভিন্ন রাজ্যে। বাড়তি শস্য মজুত রাখার প্রবণতাও দেখা যাচ্ছে সীমান্তবর্তী রাজ্যগুলিতে।

আরও পড়ুন-নাগরিকদের উপর পাক হামলা, সম্প্রীতি নষ্টে টার্গেট ধর্মস্থান, সাহায্য বন্ধ করুক আইএমএফ, বলল ভারত

যার ফলে ইতিমধ্যেই বাড়তে শুরু বিভিন্ন ধরনের চালের দাম। অথচ অন্যান্যবারের তুলনায় ২০২৪-’২৫ আর্থিক বর্ষে খরিফ মরশুমে ধান-গমের ফলন বেড়েছে ব্যাপক হারে। এ-ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক স্তরে বৈঠক করে কালোবাজারি রুখে খাদ্যশস্যের বাজারদর নিয়ন্ত্রণে রাখার নির্দেশ দিয়েছেন। টাস্কফোর্সকে আরও সক্রিয় ভূমিকা পালনের নিদান দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার কালোবাজারি নিয়ে সরব হল রেশন ডিলারদের সংগঠনও।

Latest article