সংবাদাতা, শিলিগুড়ি: বাজারে ছেয়েছে নকল পনির। খাদ্য সুরক্ষা নিয়ে বিশেষ বৈঠক করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। শুক্রবার পুরসভা কক্ষে অনুষ্ঠিত হয় খাদ্য সুরক্ষা নিয়ে বিশেষ বৈঠক। বৈঠকে মেয়র, ডেপুটি মেয়র, এনফোর্সমেন্ট দফতর-সহ উপস্থিত ছিলেন দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা। এদিনের বৈঠকের মধ্য দিয়েই উপস্থিত দফতরের সদস্যদের নিয়ে তৈরি হয় একটি বিশেষ কমিটি। তাঁরাই এখন থেকে খাদ্য বিষয়ক বিভিন্ন বিষয়ের উপর নজরদারি চালাবেন।
আরও পড়ুন-রাজ্যে শিল্পের জোয়ার, ১০০ কর্মসংস্থানের সুযোগ
মেয়র গৌতম দেব জানান, শহরে বেশ কিছু পানশালা অধিক রাত অবধি খুলে রাখার মতো একটা অভিযোগ আসছে দীর্ঘদিন ধরেই। সেই সমস্ত পানশালাগুলি যাতে নির্দিষ্ট সময় মেনে বন্ধ করে তার উপর নজর দেওয়া হবে। শুধু তাই নয়, শহরে থাকা বেশ কিছু চা ও পানের দোকানও অধিক রাত অবধি খোলা রাখার মতো একটা অভিযোগ রয়েছে, সেই সমস্ত বিষয়ের উপর নজর দেওয়া হবে। মেয়র জানান, কেউ যদি প্রশাসনের এই নির্দেশিকা না মানে তাহলে লাইসেন্স পর্যন্ত বাতিল করা হতে পারে।