গুজবে কান দেবেন না : সিপি

ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনার পরিস্থিতিতে পশ্চিম ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলির একাধিক শহরে হাই অ্যালার্ট জারি হয়েছে।

Must read

প্রতিবেদন : ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনার পরিস্থিতিতে পশ্চিম ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলির একাধিক শহরে হাই অ্যালার্ট জারি হয়েছে। রাজধানী নয়াদিল্লিতেও জারি হয়েছে চরম সতর্কতা। কিন্তু কলকাতা কতটা বিপন্মুক্ত? শহর কলকাতাতেও কি হাই অ্যালার্ট জারি করা হবে? কারণ, ৭ মে গোটা দেশের সঙ্গে বাংলা তথা কলকাতাতেও মক ড্রিল হয়েছে। যদিও কলকাতার নিরাপত্তা প্রসঙ্গে শহরবাসীকে গুজবে কান না দেওয়ার বার্তা দিয়েছেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা।

আরও পড়ুন-আমার ‘মা’ সব জানে

শুক্রবার কলকাতা পুলিশ আয়োজিত রবীন্দ্রজয়ন্তীর এক অনুষ্ঠানে যোগ দিয়ে এ-ব্যাপারে শহরের মানুষকে আশ্বস্ত করে সিপি ভার্মা জানিয়েছেন, অযথা কেউ কোনও গুজবে কান দেবেন না। মনে রাখবেন, কলকাতা পুলিশ নিরাপত্তার প্রশ্নে সবসময় প্রস্তুত। শহরে হাই অ্যালার্ট প্রসঙ্গে এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কমিশনারের স্পষ্ট বক্তব্য, সেনসিটিভ ইস্যু। প্রতিদিনই আমাদের মিটিং চলছে।

Latest article