জম্মু-কাশ্মীরে আটকে পড়াদের ফেরাতে বিশেষ ট্রেন, দেশে বন্ধ ৩২ বিমানবন্দর

Must read

ভারত-পাকিস্তান উত্তেজনার মাঝে জম্মু ও কাশ্মীরে আটকে পড়া পর্যটকদের ফিরিয়ে আনতে বিশেষ ট্রেন (Special Train) চালাচ্ছে কেন্দ্র। জম্মু-কাশ্মীরে কত পর্যক রয়েছে তা জানতে চাইছে রেল বোর্ড। জম্মু, উধমপুর, পাঠানকোট থেকে একাধিক স্পেশাল ট্রেন চালান হবে। জম্মু থেকে ১২টি সংরক্ষিত এবং ১২টি অসংরক্ষিত কোচের স্পেশাল ট্রেন চালিয়েছে নর্দার্ন রেল। উধমপুর থেকে ২০ কোচের বন্দে ভারত স্পেশাল ট্রেনও চালানো হয়েছে। ২২ কোচের সংরক্ষিত স্পেশাল ট্রেনটিকে এদিন রাতে জম্মু থেকে চালানো হয়েছে। বেশিরভাগ স্পেশাল ট্রেনেরই (Special Train) গন্তব্য দিল্লি। এদিকে দেশে বিমানবন্দর বন্ধের সংখ্যাও বেড়েছে।

আগামি কয়েকদিন এভাবেই একাধিক স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল বোর্ড। পাশাপাশি ভারত-পাকিস্তান অশান্তির কারণে খুব জরুরি না হলে কোনও রেলকর্মী এবং আধিকারিকদের কোনওরকম ছুটি নিতে বারণ করা হয়েছে।

আরও পড়ুন- ৪ পাক-এয়ারবেস ধ্বংস ভারতের! ড্রোন ছাড়াও হাইস্পিড মিসাইল হামলার চেষ্টা পাকিস্তানের, জানাল সেনা

অন্যদিকে, ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থাগুলি একাধিক নোটিস টু এয়ারমেন জারি করে উত্তর ও পশ্চিম ভারতের মোট ৩২টি বিমানবন্দরে সমস্ত বেসামরিক বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা করেছে। এই নিষেধাজ্ঞা ১৫ মে পর্যন্ত কার্যকর থাকবে।

যে যে বিমানবন্দর বন্ধ করা হয়েছে
আদমপুর, আম্বালা, অমৃতসর, অবন্তীপুর, ভাটিন্ডা, ভুজ, বিকানের, চণ্ডীগড়, হালওয়ারা, হিন্দন, জয়সলমীর, জম্মু, জামনগর, যোধপুর, কাঠলাল, কাংরা, কেশোদ, কিষনগড়, কুলু-মানালি, লেহ, লুধিয়ানা, মুন্দ্রা, নালিয়া, পাঠানকোট, পাটিয়ালা, পোরবন্দর, রাজকোট (হীরাসর), সরসাওয়া, শিমলা, শ্রীনগর, থোয়াইস, উত্তরলাই।

আগেই নটাম জারি করে উড়ান পরিষেবা বন্ধ রাখার কথা বলা হয়েছিল। এবার আরও চারদিন তা বাড়ীয়ে দেওয়া হল।

Latest article