সংঘর্ষ বিরতি: সন্ধে ৬টায় বিদেশ সচিব বিক্রম মিশ্রির ঘোষণা

রাতভর দু’দেশের সঙ্গে কথা উচ্ছ্বসিত ট্রাম্পের ট্যুইট, দীর্ঘ আলোচনা মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে

Must read

প্রতিবেদন : ভারতীয় সেনার প্রবল প্রত্যাঘাতে পিছু হটতে বাধ্য হল পাকিস্তান। সংঘর্ষ বিরতি (India-Pakistan ceasefire) মেনে নিতে বাধ্য হল পাকিস্তানি সেনা। শনিবার বিকেল ৫:৩৩ মিনিটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্স-হ্যান্ডেলে দু’দেশের সংঘর্ষ বিরতির খবর জানান। তিনি লেখেন, রাতভর ভারত-পাকিস্তানের শীর্ষ স্তরে দীর্ঘ আলোচনার পর দুই দেশই সিজ ফায়ারে রাজি হয়েছে। তিনি দু’দেশকেই অভিনন্দন জানিয়েছেন এই সদর্থক পদক্ষেপের জন্য। যদিও তার আগে এদিন ৩টে ৩৫ নাগাদ ভারত ও পাকিস্তানের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন (ডিজিএমও)র মধ্যে কথা হয়। দু’দেশের তরফে জল-স্থল এবং আকাশে কোনওরকম মিলিটারি অ্যাকশন থেকে নিজেরা বিরত থাকার কথা বলেন। সেই মোতাবেক এদিন বিকেল ৫টায় ‘ইমপ্লিমেনটেশন অর্ডার’ ইস্যু হয়। জানানো হয়েছে, আগামী ১২ মে ফের দু’দেশের ডিজিএমও-র পরিস্থিতির রিভিউ মিটিং হবে দুপুর ১২টায়। এরপরেই সন্ধ্যে ৬টা নাগাদ ভারতীয় বিদেশ সচিব বিক্রম মিশ্রি সাংবাদিক বৈঠক ডেকে সংঘর্ষ বিরতির কথা ঘোষণা করে দেন। যদিও শনিবার সকাল পর্যন্ত নির্লজ্জ পাকিস্তানের হামলা জারি ছিল।

আরও পড়ুন- নিউজ চ্যানেলে সাইরেন বাজানো বন্ধ করার নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রকের

পাকিস্তানের (India-Pakistan ceasefire) লাগাতার হামলার পাল্টা জবাবে সেদেশের চারটি এয়ারবেস গুঁড়িয়ে দিয়েছে ভারত। সেইসঙ্গে ধ্বংস করা হয়েছে জঙ্গিদের একটি লঞ্চপ্যাডও। শুক্রবার রাতেও নির্লজ্জ পাকিস্তানের তরফে সেনা ছাউনি ও সাধারণ এলাকা টার্গেট করে গোলাবর্ষণ ও ড্রোন হামলা জারি থেকেছে। ভারতীয় সেনাও তার পাল্টা ও যথাযথ জবাব দিয়েছে। শনিবার সকালে ভারতের বিদেশ সচিব এবং সেনার তরফে যৌথ সাংবাদিক বৈঠক করে বলা হয়েছে, আর্টিলারি গান এবং ড্রোন দিয়ে ২৬টি বেশি জায়গায় অনুপ্রবেশের চেষ্টা করেছে পাকিস্তান। রাত ১টা ৪০ নাগাদ হাইস্পিড মিসাইলের সাহায্যে পাঞ্জাবের এয়ারবেসে আক্রমণের যে চেষ্টা করেছিল পাকিস্তান, সেই হামলা প্রতিহত করে পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনা। লাইন অফ কন্ট্রোলের ওপারে একাধিক পাকঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্নেল সোফিয়া কুরেশি। পাকিস্তানের হামলায় কাশ্মীরের অতিরিক্ত জেলা উন্নয়ন আধিকারিক রাজকুমার থাপার মৃত্যু হয়েছে। মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ থাপার বাড়িতে যান

Latest article