প্রতিবেদন : পাকিস্তানের (India-Pakistan) লাগাতার মিথ্যাচার ফের একবার প্রমাণিত হল। দিল্লিতে বিদেশ সচিব বিক্রম মিশ্রির আর্জি, পাকিস্তানের মিথ্যে অপপ্রচারে কান দেবেন না। গতকাল রাত থেকে ফের ভারতের ২৬ জায়গায় হামলা চালায় পাকিস্তান। যার মধ্যে পাঠানকোট, উধমপুর, ভাতিন্ডা ও ভুজে এয়ারবেসে মুহুর্মুহু ড্রোন ও হাইস্পিড মিসাইল হামলা চালায় পাকিস্তান। এই হামলায় যন্ত্রাংশের ক্ষয়ক্ষতি হয়। এরপরেও ভারতের বিরুদ্ধে নির্লজ্জভাবে মিথ্যাচার করছে ইসলামাবাদ। পাকসেনা ভারতের সেনা ঘাঁটি উড়িয়ে দিয়েছে, এছাড়াও এস ৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম গুঁড়িয়ে দেওয়ার দাবি যে সম্পূর্ণ মিথ্যা তা শনিবার ভিডিওগ্রাফি দেখিয়ে বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়, এই ঘাঁটিগুলি সম্পূর্ণ অক্ষত রয়েছে। ভারত পাল্টা অপারেশন সিঁদুর-এ উপযুক্ত জবাবে কাশ্মীর সীমান্তে পাক জঙ্গিঘাঁটি ছিন্নভিন্ন করে দিয়েছে বলে জানানো হয়। এই সমস্ত জঙ্গি লঞ্চপ্যাড লাইন অফ কন্ট্রোলের কাছাকাছি ছিল। এই লঞ্চপ্যাড থেকে জঙ্গিরা অপারেশন চালাত বলে চিহ্নিত করা হয়েছে। কিন্ত পাকিস্তান নিরীহ নাগরিকদের টার্গেট করছে। জম্মু ও কাশ্মীরের গুরুদ্বার, কনভেন্ট স্কুল, হাসপাতাল-সহ জম্মুতে এক প্রাচীন শিবমন্দির গোলাবর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিক্রম মিশ্রি প্রেস বিবৃতি সাংবাদিক বৈঠকে বলেন, আমি একাধিকবার দাবি করেছি, পাকিস্তান উসকানি এবং উত্তেজনা বৃদ্ধির চেষ্টা করেই যাচ্ছে। পাকিস্তানের এই গোলাবর্ষণে জম্মুতে এক সরকারি আধিকারিক-সহ তিনজনের মৃত্যু হয়েছে। রাজৌরির অ্যাডিশন্যাল ডিস্ট্রিক্ট কমিশনার রাজকুমার থাপার বাড়িতে পাকিস্তানের টার্গেট করা শেলের তাঁর মৃত্যু হয়েছে। পাল্টা হামলায় ভারত পাক সেনাঘাঁটি গুঁড়িয়ে দেয়। পাকিস্তানের ৫টি সেনাঘাঁটি ছাড়াও একাধিক আর্মি ইনস্টলেশন তছনছ করে দেয়। পাকিস্তানের (India-Pakistan) পাঞ্জাব প্রদেশের সারগোধা এয়ারবেসে বিস্ফোরণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্যের আধিকারিকের মৃত্যুতে গভীর শোক ও হতাশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তিনি সোশ্যাল মিডিয়ায় সকালেই আধিকারিকের মৃত্যুর কথা জানান। শুক্রবার উপমুখ্যমন্ত্রীকে এলাকা পরিদর্শনে সাহায্য করেছিলেন রাজৌরির আধিকারিক। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার ভিডিও কনফারেন্সেও যোগ দেন ওই আধিকারিক। তিনিই শনিবারের হামলায় নিহত হন। এরপরে শোক প্রকাশের কোনও ভাষা নেই বলেই জানান ওমর আবদুল্লা।
আরও পড়ুন- নিউজ চ্যানেলে সাইরেন বাজানো বন্ধ করার নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রকের