নজরে মূল্যবৃদ্ধি, শহরের বাজারে হানা টাস্কফোর্সের

প্রথমে তাঁরা কলকাতার অন্যতম বড় বাজার শিয়ালদহর কোলে মার্কেট পরিদর্শন করেন। শাক, সবজি, মাছের বাজার ঘুরে তাঁরা জিনিসপত্রের দাম খতিয়ে দেখেন

Must read

প্রতিবেদন : ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে কালোবাজারি ও কৃত্রিম মূল্যবৃদ্ধি রুখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের প্রেক্ষিতে বাজারদর নিয়ন্ত্রণে গঠিত টাস্কফোর্সের সদস্যরা শনিবার কলকাতা ও জেলার বিভিন্ন বাজারে হানা দিলেন। প্রথমে তাঁরা কলকাতার অন্যতম বড় বাজার শিয়ালদহর কোলে মার্কেট পরিদর্শন করেন। শাক, সবজি, মাছের বাজার ঘুরে তাঁরা জিনিসপত্রের দাম খতিয়ে দেখেন। কথা বলেন ক্রেতাদের সঙ্গেও। টাস্কফোর্সের অন্যতম সদস্য রবীন্দ্রনাথ কোলে বলেন, পাইকারি বাজারে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে আছে। ক্রেতারাও কেউ কোনও অভিযোগ জানাননি। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে এখন থেকে কলকাতা ও জেলার প্রতিটি বাজারে প্রতিদিনই টাস্কফোর্সের সদস্যরা নজরদারি চালাবেন। কোনও অসাধু চক্র যেন মাথাচাড়া দিয়ে না ওঠে তা দেখা হবে।

আরও পড়ুন-ভান্সের মন্তব্য ও ট্রাম্পের ঘোষণায় সংঘর্ষবিরতি নিয়ে নাটকীয় মোড় ভারত-পাকিস্তান দ্বন্দ্বে

পরিস্থিতির সুযোগ নিয়ে বাজারে জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই নিয়ে গত বৃহস্পতিবারই নবান্নের সাংবাদিক বৈঠক থেকে ব্যবসায়ীদের সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ জানিয়েছিলেন, কালোবাজারি হলে সমস্ত মাল বাজেয়াপ্ত করা হবে। মুখ্যমন্ত্রীর সেই নির্দেশ মেনে এদিন কলকাতা থেকে জেলা, বিভিন্ন বাজারে দেখা গেল টাস্কফোর্সের সদস্যদের।

Latest article