সংবাদদাতা, শিলিগুড়ি : বাবাই আমার আইকন। বাবাকে দেখেই আমি সেনাবাহিনীতে যোগদান করেছি। আমি গর্বিত। আমি সেনাবাহিনীতে থেকেই আমার জীবন দেশের জন্য উৎসর্গ করতে চাই। বাবার কফিনবন্দি দেহের পাশে দাঁড়িয়ে দৃঢ় প্রত্যয়ে বললেন নিহত সেনা সৎপালের ছেলে বিকাল রাই। তিনি নিজেও একজন সেনাকর্মী। গোর্খা রেজিমেন্টের রাইফেল ম্যান হিসেবে কর্মরত।
আরও পড়ুন-Sayoni Ghosh: পুরভোটে শেষ রবিবারের প্রচারে ঝড় সায়নী, বাপ্পাদিত্যের
বাবার মৃত্যু তাঁকে দুঃখ-কষ্টের থেকে বেশি গর্বিত করেছে। দেশের কাজের জন্যই বাবার প্রাণ গেছে তাই তিনি গর্বিত। পাহাড়ের এই রাই-পরিবারের তিন প্রজন্ম সেনাবাহিনীতে নিজেদের নিয়োজিত করেছে। বিকালের ঠাকুরদাদাও সেনাবাহিনীর গোর্খা রেজিমেন্টে কর্মরত ছিলেন। বিকালের বাবাও ঠাকুরদাদাকে দেখে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। আর একইভাবে বিকালও বাবাকে দেখেই সেনাবাহিনীতে যোগদান করেছেন।
আরও পড়ুন-চোখের জলে বিদায়, আজ শেষ কৃত্য
এদিন ব্যাঙডুবি সেনা ছাউনিতে সৎপাল রাইয়ের দেহ শায়িত ছিল। সেখানে দাঁড়িয়েই বিকাল রাই বলেন, বাবার মৃত্যু আমার কাছে গর্বের বিষয়। বাবাকে দেখেই আমি সেনাবাহিনীতে যোগদান করেছিলাম। বাবাই আমার আইকন। বাবার জন্যই আমি সেনাবাহিনীতে থেকে আমার জীবন দেশের জন্য নিয়োজিত করতে চাই।