প্রতিবেদন : ভারত-পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনার পরিস্থিতিতে রাজ্য জুড়ে সতর্কতা জারি করেছে রাজ্য সরকার। সমস্ত জেলায় আগামী তিন মাস— অর্থাৎ জুন, জুলাই এবং আগস্টের জন্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য মজুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই তিন মাসের রেশনের বরাদ্দ তিনটি পর্যায়ে জেলাগুলিতে পাঠানো হবে। রবিবার মুখ্যসচিব মনোজ পন্থ রাজ্য পুলিশের মহানির্দেশক, সংশ্লিষ্ট দফতরের আধিকারিক, সমস্ত জেলাশাসক, পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারকে নিয়ে বৈঠক করেন। এই বৈঠক থেকেই প্রতিটি জেলায় খাদ্যশস্য মজুতের নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন-স্বরচিত গানে মাতৃদিবসে শ্রদ্ধা-শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর
সিভিল ডিফেন্স ভলান্টিয়ারদের জন্য বিশেষ প্রশিক্ষণ ও রিফ্রেশার কোর্স চালুর কথাও সিদ্ধান্ত হয়েছে। সীমান্তবর্তী জেলাগুলিকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। বিশেষ করে পাহাড়, অরণ্য বা দুর্গম অঞ্চল ঘেরা সীমান্ত এলাকায় পুলিশের টহল ও নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। সুন্দরবন এবং উত্তরবঙ্গের আন্তর্জাতিক সীমান্ত ঘেঁষা এলাকাগুলিতে বিশেষ নজর রাখার কথাও বলা হয়েছে।এদিকে, জরুরি পরিস্থিতিতে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো কতটা প্রস্তুত, তা খতিয়ে দেখতে জেলার স্বাস্থ্যকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম। জেলা প্রশাসনের সঙ্গে তিনি হাসপাতালের শয্যাসংখ্যা, অ্যাম্বুল্যান্স ও অন্যান্য পরিকাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিকেল স্বাস্থ্য দফতরের পদস্থ কর্তাদের সঙ্গে আরেক দফা বৈঠক করেন তিনি। সেখানে জরুরি ভিত্তিতে বিভিন্ন পরিকাঠামো প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে।