ফল প্রকাশে টালবাহানা

২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের পরেও নির্দিষ্ট সময়ে ফল প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ

Must read

প্রতিবেদন : ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের পরেও নির্দিষ্ট সময়ে ফল প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষার্থীদের খাতা যথাসময়ে দেখে জমা দিয়েছেন শিক্ষকেরা। কিন্তু সিবিএসইর (CBSE) ক্ষেত্রে বিষয়টি হয়ে দাঁড়িয়েছে ঠিক উল্টো। মাধ্যমিকের পরীক্ষার ফলাফল কবে প্রকাশ হবে তাই নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।

আরও পড়ুন-সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকিস্তানের সীমান্তে অনুপ্রবেশ-গোলাবর্ষণ, সন্ত্রাসবাদ দমনে জারি অপারেশন

গুঞ্জন ছড়িয়েছিল ১০ মে প্রকাশিত হবে সিবিএসই বোর্ডের মাধ্যমিক পরীক্ষার ফল। বলা হয়েছিল ওয়েবসাইটে বেলা তিনটে থেকে সেই ফল দেখা যাবে। কিন্তু পরীক্ষার্থীদের অপেক্ষা করিয়ে রেখে শেষ পর্যন্ত আর ফল প্রকাশ করা হয়নি। এদিকে, আবার নতুন করে বলা হচ্ছে, আগামী কাল ১২ মে প্রকাশিত হতে পারে দশমের ফল। কিন্তু বোর্ডের এই টালবাহানার জেরে কার্যত অথৈ জলে পরীক্ষার্থীরা। কবে সঠিক ভাবে রেজাল্ট বেরবে তাই নিয়ে চিন্তিত তাঁরা।

Latest article