সংবাদদাতা, সোনারপুর : ফের সমবায় নির্বাচনে (Cooperative vote) বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়জয়কার তৃণমূল কংগ্রেসের (TMC)। সোনারপুর উত্তর বিধানসভার তিনটি কো-অপারেটিভ ব্যাঙ্কের দুটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলেন তৃণমূল প্রার্থীরা৷ এতদিন এই ব্যাঙ্ক দুটির পরিচালন কমিটি বামেদের হাতে ছিল৷
আরও পড়ুন-ফল প্রকাশে টালবাহানা
এবার বামেদের নিশ্চিহ্ন করে দুই সমবায় ব্যাঙ্কের পরিচালন সমিতির দখল নিল তৃণমূল। কিছুদিন আগেই বোড়াল কো-অপারেটিভ ব্যাঙ্কের পরিচালন সমিতির নির্বাচনে জয় পেয়েছিল তৃণমূল৷